'সরকার ৩'-এ খলনায়ক জ্যাকি শ্রফ !
Web Desk, ABP Ananda | 11 Sep 2016 01:42 PM (IST)
মুম্বই: "সরকার ৩"-এ খলনায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা জ্যাকি শ্রফকে। সূত্রের খবর, পরিচালক রাম গোপাল বর্মা এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন। শ্রফকে খলনায়কের চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি রাজিও হয়েছেন। তবে এখনও প্রজেক্টে সই এবং অন্যন্য নিয়মকানুন বাকি রয়েছে বলে জানা গিয়েছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন অমিতাভ বচ্চন। জানা গিয়েছে, এবছরই ছবির শ্যুটিংয়ের কাজ শুরু হবে। মুম্বই এবং বিদেশের কিছু জায়গায় হবে শ্যুটিংয়ের কাজ।