প্যাডম্যান চ্যালেঞ্জ: স্যানিটারি ন্যাপকিনে লিপস্টিক দিয়ে 'প্যাডের প্রচার' লিখে ট্রোলড জ্যাকলিন

Continues below advertisement
মুম্বই: সদ্য পর্দায় মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘প্যাডম্যান’। ছবির প্রচারে হালে বলিউডের বহু তারকা-মহাতারকাকেই ‘প্যাডম্যান’ চ্যালেঞ্জ নিতে দেখা গিয়েছে। এই চ্যালেঞ্জ যিনি নিয়েছেন, তাঁর হাতে দেখা গিয়েছে একটি স্যানিটারি ন্যাপকিন ধরা এবং সেই প্যাড হাতে তারকাদের সেলফি তুলতে দেখা গিয়েছে। এই চ্যালেঞ্জ নিতে দেখা গিয়েছে আমির খান, দীপিকা পাড়ুকোন, বরুণ ধওয়ান, রণবীর সিংহ, আলিয়া ভট্ট, দিয়া মির্জা, জ্যাকলিন ফার্নান্ডেজ সহ আরও অনেক তারকাকে। কিন্তু জ্যাকলিন চ্যালেঞ্জ নিতে গিয়ে স্যানিটারি ন্যাপকিনের ওপর লিপস্টিক দিয়ে লেখেন ‘প্রমোট দি প্যাড’...তারপরই শুরু ট্রোলিং।
সোশ্যাল মিডিয়ায় স্যানিটারি ন্যাপকিন হাতে ছবি দিয়ে জ্যাকলিন লেখেন দেশের ১০ শতাংশ মহিলা মনে করেন মাসিক হওয়া একটা অসুখ, ১৪ শতাংশ নারী মাসিক থেকে সংক্রমণে আক্রান্ত হন। তাই এই ভাবনা থেকে নারীকে মুক্তি দিতে তিনি প্যাড বা স্যানিটারি ন্যাপকিনের প্রচারে গলা ফাটাতে চান। তারপরই শুরু ট্রোলিং।
রইল ছবির টিজার
Continues below advertisement
Sponsored Links by Taboola