মুম্বই: ক্যাটরিনা কাইফের ভেতর লুকনো কবিসত্ত্বাকে বার করে আনল ‘জাগ্গা জাসুস’। অনুরাগ বসুর এই ছবি দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে, কারণ, প্রথমত, এর অন্যরকম স্টোরিলাইন, দ্বিতীয়ত, দুই প্রাক্তন প্রেমিক-প্রেমিকা রণবীর কপূর ও ক্যাটরিনা এক সঙ্গে! এবার ক্যাট এই ছবিতে তাঁর অভিজ্ঞতা ও অনুভূতির কথা বলেছেন। ফেসবুকে তিনি লিখেছেন ৭ এপ্রিল মুক্তি পাবে ‘জাগ্গা জাসুস’।