কলকাতা: 'লোভে পড়ে এ আমি কী করলাম ঠাকুর'! জামাইষষ্ঠীর (Jamai Sasthi) দুপুরে এমনই কথা লিখলেন অনীক ধর (Aneek Dhar) তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। তার সঙ্গে মাথায় হাত দিয়ে বসে ছবিও পোস্ট করেছেন তিনি। অনীকের পোস্টে অবাক নেট দুনিয়া। হঠাৎ এ কী হল তাঁর? কেনই বা এমন কথা লিখলেন তিনি?


অনীকের জামাইষষ্ঠী-


আজ জামাইষষ্ঠী। বাংলার ঘরে ঘরে শাশুড়িরা তাঁদের আদরের জামাইকে পাত পেড়ে খাওয়ান। সাধারণ মানুষ থেকে তারকারা এদিন জামাইষষ্ঠী পালন করছেন। অনীক ধরও জামাইষষ্ঠী পালন করছেন। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলিতে দেখা যাচ্ছে, টেবিলে সাজান রয়েছে নানারকমের খাবার দাবার। আর তার সামনে মাথায় হাত দিয়ে বসে রয়েছেন অনীক। ছবি পোস্ট করে অনীক লিখেছেন, 'লোভে পড়ে এ আমি কী করলাম ঠাকুর! আমার জামাইষষ্ঠী। ভালোবাসা আর একজনের হয়ে থাকার মধ্যে বেঁচে থাক জামাইষষ্ঠী।' গোটাটাই অবশ্য মজা করে লিখেছেন তিনি। তাই তো সঙ্গে হাসির ইমোজি জুড়ে দিয়েছেন। অনীকের এমন মজার পোস্ট দেখে আপ্লুত নেট নাগরিকরা। খুশি হয়ে তাঁরাও মজার মজার কমেন্ট করেছেন।



আরও পড়ুন - Rambha Birthday: সৌন্দর্যে দিব্যা ভারতীর সঙ্গে তুলনা, এখন রম্ভাকে দেখলে চিনতে পারবেন তো?


'ইসমার্ট জোড়ি'তে অনীকের মা দিলেন বৌমাষষ্ঠী-


প্রসঙ্গত, সম্প্রতি যে ভিডিও সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, সঞ্চালক জিৎকে কিছু অনুরোধ করছেন অনীক। জিৎ বলতে বলায় অনীক এবং অনীকের মা জানান যে, তাঁর এই শোয়ের 'জামাইষষ্ঠী স্পেশাল' অনুষ্ঠানে বৌমাকে বৌমাষষ্ঠী খাওয়াতে চান। এরপরই বৌমাকে পঞ্চব্যাঞ্জন সাজিয়ে নিজের হাতে খাওয়ান অনীক ধরের মা। তার আগে অবশ্যই আশীর্বাদ করেন। তাঁদের এমন ছক ভাঙা কাজে দারুণ খুশি অন্যান্য তারকা প্রতিযোগী থেকে সাধারণ মানুষ। ইসমার্ট জোড়ি অনুষ্ঠানের মঞ্চে এমন দৃশ্য দেখে আপ্লুত দর্শকেরা।