মুম্বই: বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর (Janhvi Kapoor) বি টাউনে কেরিয়ার শুরু করেছেন বেশ কিছু বছর হয়ে গেল। স্টার কিড (Star Kid) হওয়ার জন্য তাঁকে নানা সময়ে ট্রোলের মুখেও পড়তে হয়। কিন্তু ট্রোলারদের নিয়ে বিশেষ কোনও মন্তব্য করতে দেখা যায় না তাঁকে। তবে, এবার  সম্পর্ক প্রসঙ্গে মুখ খুললেন জাহ্নবী। বেশ কিছুদিন ধরেই তাঁর সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। শোনা যাচ্ছে, অরহান অবত্রমনির সঙ্গে ডেটিং করছেন তিনি। সত্যিই কি তাই? আসল ঘটনাটা জানিয়ে দিলেন অভিনেত্রী।


সম্পর্ক প্রসঙ্গে জাহ্নবী কপূর-


জাহ্নবী কপূরের ব্যক্তিগত জীবন চর্চায় থাকে বিভিন্ন সময়ে। বেশ কিছু সময় ধরে তাঁর প্রেম জীবন নিয়ে চর্চা হচ্ছে। কখনও তাঁর সঙ্গে কোনও বলিউড অভিনেতা নাম জড়াচ্ছে। কখনও আবার কর্ণ জোহর ফাঁস করছেন যে, তাঁর আবাসনে থাকা যুবকের সঙ্গেই সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। কখনও আবার তাঁর ছোটবেলার বন্ধু অক্ষতের সঙ্গে তাঁর ডেটিংয়ের গুঞ্জন রটেছে। তবে, এবার শোনা যাচ্ছে, ঘনিষ্ঠ বন্দু অরহান অবত্রমনির সঙ্গে সম্পর্কে রয়েছেন জাহ্নবী কপূর। নানা সময়ে তাঁকে বলতে শোনা গিয়েছে যে, অরহান তাঁর চারপাশে থাকলে পরিবেশটা বাড়ির মতো মনে হয় অভিনেত্রীর। অরহানকে বিভিন্ন সময়ে অরি বলেও ডাকতে দেখা গিয়েছে তাঁকে। তাই সম্পর্কের গুঞ্জন জোরালো হতে সময় নেয়নি। 


আরও পড়ুন - Shah Rukh Khan: আরিয়ানের মাদক মামলার ঝড়-ঝাপটা কীভাবে কাটিয়ে উঠলেন? জানালেন শাহরুখ খান


নানা সময়ে একসঙ্গে দেখা গিয়েছে জাহ্নবী কপূর ও অরহানকে। সম্প্রতি হ্যালোইন পার্টিতেও একসঙ্গে তাঁকে দেখা যায়। অরহানের আয়োজিত হ্যালোইন পার্টিতে অন্য মেজাজেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এছাড়াও চলতি বছর দুজনে একসঙ্গে দীপাবলিও উদযাপন করেছেন। সেই ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। একসঙ্গে তাঁরা বিভিন্ন দেশেও ভ্রমণ করেন। অরহান নিয়মিত সেই সমস্ত ছবি পোস্ট করেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। আর সেখানে কমেন্ট করতে দেখা যায় জাহ্নবীকে। তাই দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়াতে সময় নেয়নি। আর সেই গুঞ্জনে আরও ইন্ধন যোগাচ্ছে এই সমস্ত ছবি। এবার সম্পর্ক নিয়ে স্পষ্ট কথা বললেন অভিনেত্রী। এক সাক্ষাৎকারে জাহ্নবী কপূর বলেন, 'আমি অরিকে অনেক বছর ধরে চিনি। ও এমনই একজন, যাঁর সঙ্গে আমি শুধুই মজা, আনন্দ উপভোগ করি না, আমায় সমর্থন করার মতো ব্যক্তিও ও। আমাকে পিছন থেকে অনেক সাপোর্ট করে। ও আমার চারপাশে থাকলে পরিবেশটা আমার বাড়ির মতো লাগে। আমি ওকে অনেকটা বিশ্বাস করি। আমার মনে হয়, ওর মতো বন্ধু খুঁজে পাওয়া মুশকিল। ও অসাধারণ একজন মানুষ।'


প্রসঙ্গত, সদ্য়ই মুক্তি পেয়েছে জাহ্নবী কপূরের বহু প্রতীক্ষিত ছবি 'মিলি'। ২০১৯ সালে মুক্তি পাওয়া সুপারহিট মালায়লম ছবি 'হেলেন'-এর রিমেক এটি। ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, ফ্রিজারের মধ্যে আটকে গিয়েছেন অভিনেত্রী। আর সেখানে থেকে জীবন-মরণের লড়াইয়ের গল্প বলে 'মিলি'।