মুম্বই: সদ্য় জন্মদিন গিয়েছে বলিউডের বাদশা শাহরুখ খানের (Shah Rukh Khan)। ৫৭তম জন্মদিনে অনুরাগীদের জন্য একাধিক চমক এনেছেন। অভিনেতার আগামী ছবি 'পাঠান'-এর টিজার (Pathan Teaser) সামনে এসেছে এদিনই। জন্মদিনে অনুরাগীদের সামনে দেখাও দিয়েছেন। আর এবার আরিয়ান খানের (Aryan Khan) মাদক মামলা (Aryan Khan Drug Case) সংক্রান্ত সমস্যা বিষয়ে মুখ খুললেন তিনি। জানালেন, কীভাবে তিনি এই সমস্যা কাটিয়ে উঠেছেন।
ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন শাহরুখ খান-
সম্প্রতি বিভিন্ন ইস্যু নিয়ে অনুরাগীদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন শাহরুখ খান। #AskSRK নামে চলছিল অনলাইন চ্যাট। সেখানেই এক অনুরাগী অভিনেতাকে প্রশ্ন করেন যে, 'শাহরুখ স্যর আশা করি আপনি ভালো আছেন। আমেরিকা থেকে প্রশ্ন করছি। কোন প্রেরণা থেকে আপনি সমস্ত সমস্যা কাটিয়ে ওঠেন বাদশার (Badshah) মতো? 'পাঠান' দয়া করে উত্তর দেবেন।' অনুরাগীকে উত্তর দেন শাহরুখ খান। উত্তরে বলেন, 'বিশ্বাস করতে হয় যে, ভালো সবসময়ই খারাপকে হারিয়ে দেবে।'
আরও পড়ুন - KRK: সলমন খানের কাছে ক্ষমা চাইলেন কেআরকে
প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২১ সালের অক্টোবরে মাদক মামলায় গ্রেফতার হন শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ান খান (Aryan Khan)। ক্রুজ কর্ডেলিয়ায় রেভ পার্টি চলাকালীন সেখান থেকে তাঁকে আটত করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। পরবর্তীকালে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। আরিয়ান খানের মাদক মামলায় গ্রেফতারির পর একবারও মুখ খুলতে দেখা যায়নি শাহরুখ খান কিংবা তারঁ পরিবারের কাউকে। শাহরুখ পুত্রের জামিন পাওয়াকে কেন্দ্র করে দীর্ঘ আইনি জটিলতা। প্রায় এক মাস জেলে থাকার পর ব্যক্তিগত বন্ডে জামিন পান আরিয়ান। কয়েক মাস আগে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দল ক্লিনচিট দেয় তাঁকে। জামিনের শর্ত অনুযায়ী জমা থাকা পাসপোর্টও ফেরত পেয়েছেন তিনি।
অন্যদিকে, দীর্ঘ বেশ কয়েক বছর পর পর্দায় ফিরছেন শাহরুখ খান। তাঁকে শেষ বার পর্দায় দেখা গিয়েছে 'জিরো' (Zero) ছবিতে। গত বছর থেকে তিনি 'পাঠান' (Pathan) ছবির শ্যুটিং শুরু করেছেন। এছাড়াও আরও বেশ কয়েকটি ছবি আসতে চলেছে তাঁর। 'জওয়ান', 'ডাঙ্কি'-তে দেখা যাবে তাঁকে। তাঁর প্রত্যেকটি ছবিই মুক্তি পাবে ২০২৩-এ। যদিও ইতিমধ্যেই তাঁকে বেশ কয়েকটি ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে।