নয়াদিল্লি: ধামাকাদার 'প্রিভিউ'র পর 'জওয়ান' (Jawan Prevue) নির্মাতারা হাজির ছবির প্রথম গান নিয়ে। সোমবার, সপ্তাহের শুরুতেই মন ভাল কিং খান অনুরাগীদের। এদিন সকালেই পোস্ট করেন শাহরুখ খান (Shah Rukh Khan), যে ঠিক ১২টা ৫০ মিনিটে মুক্তি পাবে 'দ্য সাউন্ড অফ জওয়ান' (The Sound Of Jawan)। কথা মতোই কাজ। নির্ধারিত সময়ে প্রকাশিত হল ছবির প্রথম গান 'জিন্দা বন্দা' (Zinda Banda)। ফের একবার মন ছুঁলেন বাদশাহ। 


প্রকাশ্যে 'জওয়ান' ছবির প্রথম গান


সঙ্গীতশিল্পী অনিরুধ রবিচন্দরের পরিচালনায় প্রকাশ্যে 'জিন্দা বন্দা'। গানের তালে নাচ করতে মন চাইবেই। ফের চেনা ঢঙে দেখা গেল শাহরুখ খান। এই গানের কণ্ঠও অনিরুধের। গানের নৃত্য পরিচালনা করেছেন শোবি, গীতিকার ইরশাদ কামিল। 


আগেই এই গান সম্পর্কে মিলেছিল কিছু আকর্ষণীয় তথ্য। যেমন 'জিন্দা বন্দা' গানের শ্যুটিং হয়েছিল টানা ৫ দিন ধরে। ফলস্বরূপ এই বিশাল, বিপুল আয়োজন উদযাপন। একদিকে এক হাজার জন মহিলা নৃত্যশিল্পী, তাঁদের এনার্জি আর তার সঙ্গে তাল মিলিয়ে শাহরুখের অতুলনীয় এনার্জি, নিখুঁত ও আকর্ষণীয় ডান্স মুভস। যাঁকে সাধারণত বলা হয় 'ভিস্যুয়াল ট্রিট', চোখের আরাম। এবং অবশ্যই, যেটা মিস করলে চলবে না, তা কিং খানের দুই বাহু ছড়িয়ে 'সিগনেচার স্টেপস'। এই গানের মাধ্যমে মূলত 'জওয়ান'-এর চরিত্রের ঝলক পাবে দর্শক। 


এক বিবৃতিতে সঙ্গীত পরিচালক অনিরুদ্ধ বলেন, ''জিন্দা বন্দা' আমার হৃদয়ে এক বিশেষ স্থান অধিকার করে আছে কারণ এই ছবির জন্য তৈরি করা এটাই আমার প্রথম গান। শাহরুখ খানের জন্যও এটা আমার প্রথম কম্পোজিশন, যিনি আমাদের প্রজন্মের আইকনিক সমস্ত গানে ছিলেন, এবং আমি নিশ্চিত করতে চেয়েছিলাম তাঁর স্টারডমের যথার্থতা যেন বজায় রাখতে পারি। এমন প্রতিভাবান কাস্ট ক্রিউয়ের সঙ্গে কাজ করা দুর্দান্ত অভিজ্ঞতা। এই গানের জন্য ওঁদের নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম অনুপ্রেরণা জোগায়। চ্যালেঞ্জিং এবং সৃজনশীলতার দিক থেকে খুবই ভাল ছিল তিন ভাষায় এই গান তৈরির সফর। আশা করছি মানুষ এই গানকে ভালবাসবেন ততটাই, যতটা আমি এটা তৈরি করতে গিয়ে আনন্দ পেয়েছি।'


 



আরও পড়ুন: Bigg Boss OTT: 'বিগ বস'-এর বাড়িতে অতিথি সমাগম, 'উইকেন্ড কা ওয়ার' পর্বের নজরকাড়া ৫ মুহূর্ত


এই গানের হিন্দি সংস্করণের নাম 'জিন্দা বন্দা', তামিল সংস্করণের নাম 'বন্ধা এদাম' ও তেলুগু সংস্করণের নাম 'ধুম্মে ধুলিপেলা'। দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির পরিচালনায় ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে তিন ভিন্ন ভাষায় মুক্তি পাবে 'জওয়ান'। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial