কলকাতা: 'জওয়ান' (Jawan) ঝড়ে কাবু গোটা দেশ.. কার্যত রেকর্ড পরিমাণে অগ্রিম টিকিট বুকিং হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আগামী শুক্রবারই একাধিক ভাষাতে গোটা দেশের প্রেক্ষাগৃহ জুড়ে মুক্তি পাবে শাহরুখ খানের (Shah Rukh Khan) নতুন ছবি। তার আগে, শেষ রবিবার 'জওয়ান' -এর অগ্রিম বুকিংয়ের স্টেটাস কী? সোশ্যাল মিডিয়ায় সেই খবর দিলেন ফিল্ম অ্যানালিকিস্ট তরণ আদর্শ। 


মুক্তির এক সপ্তাহ আগে অর্থাৎ,  গত শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে গিয়েছিল ‘জওয়ান’ ছবিটির অগ্রিম বুকিং। শনিবারের মধ্যেই দু’লক্ষের বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে অ্যাটলি পরিচালিত এই ছবির। হিসেব বলছে, এর ফলে যা ‘জওয়ান’-এর ঝুলিতে ইতিমধ্যেই এসে গিয়েছে প্রায় সাত কোটি টাকা। প্রসঙ্গত, শাহরুখের আগের ছবি 'পাঠান'-এর রেকর্ডকেও ভেঙে দিতে পারে 'জওয়ান'। 'পাঠান'-এর অগ্রিম বুকিংয়ের রেকর্ডকে ছাপিয়ে যেতে পারে শাহরুখের আগামী এই ছবি, 'জওয়ান'। 


বিশেষজ্ঞদের মতে, রবিবারের মধ্যেই ৩ লক্ষ টিকিট বিক্রি হয়ে যাওয়ার কথা 'জওয়ান'-এর। ফিল্ম অ্যানালিকিস্ট তরণ আদর্শের দেওয়া হিসেব অনুযায়ী, এখনও পর্যন্ত মোট বিক্রি হওয়া টিকিটের অঙ্কটা হল ২০৩,৩০০। অগ্রিম বুকিং শুরু হওয়ার প্রথম ৪৮ ঘণ্টায় প্রায় ১ লক্ষ ৭১ হাজার ৫০০ টিকিট বিক্রি হয়ে গিয়েছল ‘পাঠান’-এর। সেই তুলনায় ‘পাঠান’-এর থেকে অন্তত এক লক্ষ টিকিট বেশি বিক্রি হয়েছে ‘জওয়ান’-এর।


দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির সঙ্গে এই প্রথম কাজ করছেন শাহরুখ। দক্ষিণী ছবির 'লেডি সুপারস্টার'  নয়নতারার সঙ্গেও এই প্রথম জুটি বাঁধবেন তিনি। 'জওয়ান' ছবির হাত ধরে বলিউডে পা রাখছেন নয়নতারা। ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে 'পাঠান'-এর সঙ্গী দীপিকা পাড়ুকোনকে। ছবিতে ভিলেনের চরিত্রে রয়েছেন বিজয় সেতুপতি। এই ছবি দক্ষিণ ভারত থেকেও ভাল আয় করবে বলেই আশা। প্রযোজনা সংস্থার তরফে এদিন জানানো হয়েছে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, গত ২৪ ঘণ্টায় 'জওয়ান' ছবির ট্রেলার ১০২ মিলিয়ন ভিউজ পেয়েছে এবং বলাই বাহুল্য সেই সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী। 


 






আরও পড়ুন: Dev Bhaghajatin: 'বাঘাযতীন'-এ অন্যান্য় স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে কারা? প্রকাশ্য়ে নতুন ঝলক