কলকাতা: দেব অভিনীত 'বাঘাযতীন' নিয়ে দর্শকের উন্মাদনা ক্রমবর্ধমান। ছবিতে ইতিমধ্য়েই দেবের একাধিক লুক প্রকাশ্যে এসেছে। উর্দিধারী পাগড়ি পরা পঞ্জাবি লুকে সিনেপ্রেমীদের নজর কেড়েছেন দেব। 


 এবার প্রকাশ্য়ে এল 'বাঘাযতীন'-এর অন্য়ান্য় স্বাধীনতা সংগ্রামীদের প্রথম লুক। কানাইলাল দত্ত, চারুচন্দ্র বসু, রাসবিহারী বসুর ফার্স্ট লুক শেয়ার করলেন দেব। উল্লেখ্য়, দেবের পাশাপাশি এই ছবিতে অভিনয় করছেন সুদীপ্তা চক্রবর্তী, রোহন ভট্টাচার্য, শোয়েব কবীর, সৃজা দত্ত, সামিউল আলম সহ আরও একাধিক পরিচয় মুখেরা।


আরও পড়ুন...


'গ্রিন-টি' কিন্তু সবার জন্য নয়! কারা খেতে পারেন, কাদের জন্য ক্ষতি? কী জানালেন পুষ্টিবিদ?


প্রসঙ্গত, পুজোয় বড়পর্দায় আসছে 'বাঘাযতীন' (Bagha Jatin)। ২০ অক্টোবর দেশজুড়ে (Pan India Release) মুক্তি পাচ্ছে দেব (Dev) অভিনীত এই ছবি। ইতিমধ্য়েই প্রকাশ্যে এসেছে। ছবির সেই পোস্টারে (New Poster Revealed) দেখা যাচ্ছিল, মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, গোঁফ, বিস্ফারিত চোখ, কাঁধে বন্দুক, খাকি পোশাকে রয়েছেন দেব। যদিও হঠাৎ দেখলে বোঝার উপায় নেই কে। 'বাঘা যতীন' ছবির নতুন পোস্টারে এভাবেই নজর কেড়েছিলেন দেব। বাংলা, হিন্দি ও ইংরেজি, তিন ভাষাতেই প্রকাশ্যে এসেছিল পোস্টার। ক্যাপশনে লেখা হয়েছিল, 'শাসন ও অত্যাচারের অবসান ঘটাতে, একাধিক নয়, শুধুমাত্র একটি বাঘই যথেষ্ট'! 'ভারতবর্ষের মাটির ছেলে বাঘা যতীনের অমর গাঁথা প্রথমবার বড়পর্দায়' নিয়ে হাজির হচ্ছে 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স'।


উল্লেখ্য়, অরুণ রায়ের (Arun Roy)-এর পরিচালিত 'বাঘাযতীন'-এ অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করতে গিয়ে বাম চোখে আঘাত পেয়েছিলেন দেব। তবে সেই অবস্থাতেই সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেছিলেন অভিনেতা। তবে চোখের আঘাত বেশ গুরুতরই ছিল। জঙ্গলে শ্যুটিং করতে গিয়ে গাছের কাঁটা ঢুকে যায় দেবের চোখে। সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে বের করা হয় সেই কাঁটা। তবে আপাতত স্থগিত শ্যুটিং। কলকাতায় ফিরে এসেছেন তিনি। য ছবি তিনি শেয়ার করেছেন, সেই দৃশ্যটি করতে গিয়েই আঘাত পান দেব।        


পরবর্তী সময়ে শ্য়ুটিং-এর ছবি শেয়ার করে সোশ্য়াল মিডিয়ায় দেব লেখেন, 'আপনাদের সবার প্রার্থনার জন্য ধন্যবাদ। আমি এখন এক্কেবারে সুস্থ আছি। আপনাদের একটা খুব ভাল ছবি উপহার দেওয়ার চেষ্টা করছি। আশা করি আমাদের কঠিন পরিশ্রম আপনাদের মন জয় করবে।' ক


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial