কলকাতা: আবু ধাবির আইফা অ্যাওয়ার্ডসের (IIFA) লাল কার্পেটে বাঙালি অভিনেত্রী। বিদেশের মাটিতে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির রইলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান (Joya Ahsaan)। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।
অনুষ্ঠানে রুপোলি পাড়ের কালো শাড়ি পরেছিলেন জয়া। খোঁপা বেঁধেছিলেন মাথায়। গলায় নেকসেলের সঙ্গে মানানসই দুল পরেছিলেন কানে। ‘কড়ক সিংহ’ নামের একটি হিন্দি ছবিতে কাজ করছেন জয়া। এটিই জয়ার প্রথম হিন্দি ছবি। সেই ছবির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে আগেই। সেই ছবি সংক্রান্ত কাজেই আবু ধাবিতে গিয়েছিলেন জয়া।
সেখানে গিয়ে জয়ার দেখা হয়ে যায় অভিনেতা বিজয় বর্মা (Vijay Varma)-র সঙ্গে। সোশ্যাল মিডিয়াতে সেই ছবিও শেয়ার করে নিয়েছেন জয়া। অনুষ্ঠানের দুদিনই শাড়িতে সেজেছিলেন জয়া। দ্বিতীয় দিনের জন্য কালো শাড়ি আর প্রথমদিনের জন্য সাদা শাড়ি বেছেছিলেন জয়া। ভারতীয় সংস্কৃতিতে রেড কার্পেটে তুলে ধরতেই এই ধরনের পোশাক বেছেছিলেন জয়া।
সামনেই মুক্তি পাবে জয়ার নতুন ছবি 'অর্ধাঙ্গিনী'। এই ছবিতে চূর্ণী গঙ্গোপাধ্যায়ের (Churni Ganguly)-র সঙ্গে জুটি বাঁধছেন জয়া আহসান (Jaya Ahsaan)। অন্তত একঝলক পোস্টার দেখে মনে হবে সেটাই। কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly)-র নতুন ছবির মুখ্যচরিত্রে দেখা যাবে এই দুই নায়িকাকে। মুখ্যভূমিকায় অভিনয় করছেন কৌশিক সেন (Kaushik Sen)-ও। ত্রিকোণ প্রেম আর সম্পর্কের টানাপোড়েনে এগিয়ে যাবে এই ছবির গল্প।
তবে শুধু প্রেম নয়, জয়া ও চূর্ণী, দুজনকেই দেখা যাবে কৌশিকের স্ত্রীর ভূমিকায়। একজন প্রাক্তন, অপরজন বর্তমান। কোনও মানুষ কি অন্য কারোও মত হতে পারে? নাকি জীবনে কোনও কোনও জায়গা খালি রয়ে যায় চিরকালের জন্য? এই টানাপোড়েনই ফুটে উঠবে কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবিতে। কৌশিক সেনকে এখানে দেখা যাবে একজন অধ্যাপকের চরিত্রে। ২ জুন মুক্তি পাবে এই ছবিটি। প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মের প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবিটি।
আরও পড়ুন:Stress: মাঝে মাঝেই মানসিক অবসাদে ভুগছেন? মন ভাল রাখতে পাতে পড়ুক এই খাবারগুলি