কলকাতা: সলমন খান (Salman Khan) ও ক্যাটরিনা কইফের (Katrina Kaif)-এর সম্পর্কের কথা বলিউডে কারও অজানা নয়। 'ভাইজান'-এর হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন এই সুন্দরী। সেখান থেকেই শুরু হয় তাঁদের সফর। ভিসার সমস্যা থেকে শুরু করে অভিনেত্রী হিসেবে ক্যাটরিনার নিজেকে প্রমাণ করা, বলিউডে পা জমানো, এই সবটাই হয়েছিল সলমনের হাত ধরে। শোনা যায়, সেসময় একে অপরের প্রেমে পাগল ছিলেন সলমন ও ক্যাটরিনা। 


তবে, সলমন ও ক্যাটরিনার সেই সম্পর্ক ভেঙে যায়। তবে প্রফেশনাল সম্পর্ক বজায় রেখেছেন তাঁরা দুজনেই। একসঙ্গে ছবিও করেন তাঁরা। তবে ব্যক্তিগত জীবনে আর কোনও সম্পর্ক নেই তাঁদের। তিক্ততা এতটাই যে শান্ত ক্যাটরিনাকে সলমনকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি মেজাজ হারিয়ে বসেন ক্যামেরার সামনেই!


সদ্য ভাইরাল হয়েছে পুরনো একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সাংবাদিক সম্মেলনে ক্যাটরিনাকে প্রশ্ন করা হয় তাঁর ও সলমনের সম্পর্ক নিয়ে। সঙ্গে সঙ্গে মুখের হাসি মিলিয়ে যায় ক্যাটরিনার। মেজাজ হারিয়ে তিনি সেই সাংবাদিকের উদ্দেশে বলে বসেন, 'আপনাদের একটা বিষয় বোঝা উচিত.. যখন কোনও মানুষ আপনার সামনে দাঁড়িয়ে আছে, তাকে মানুষ হিসেবে সম্মানটা জানানো উচিত। কোথাও একটা সীমা থাকা উচিত।' এই কথা বলার পরে আর সেখানে দাঁড়াননি ক্যাটরিনা। সাংবাদিক সম্মেলন ছেড়ে বেরিয়ে যান।


প্রসঙ্গত, সেসময় এক ব্রাজিলিয়ান মডেলের সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছিল সলমনের। সেই সংক্রান্ত প্রশ্ন করাতেই মেজাজ হারান সুন্দরী অভিনেত্রী। শোনা যায়, সলমনের সঙ্গে সম্পর্ক শেষ করেছিলেন ক্যাটরিনাই। দেখা বা আলোচনা নয়, তিনি কেবল একটি মেসেজ করে সলমনকে জানিয়েছিলেন, তিনি এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। এরপর অবশ্য রণবীর কপূরের (Ranbir Kapoor)-এর সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা। তবে টেঁকেনি সেই সম্পর্কও।


বর্তমানে ভিকি কৌশলের (Vicky Kaushal)-এর সঙ্গে ঘর বেঁধেছেন ক্যাটরিনা। সদ্য 'টাইগার ৩' ছবিতে একসঙ্গে দেখা যাবে সলমন ও ক্যাটরিনাকে। গুঞ্জন এও.. যে এটাই শেষ ছবি হবে সলমন ও ক্যাটরিনার। নতুন আর কোনও ছবির জন্য জুটি বাঁধবেন না তাঁরা। স্বামী ভিকির নাকি এতে আপত্তি রয়েছে। তবে এ সবই গুঞ্জন। উত্তর দেবে সময়। 


 






আরও পড়ুন: Arthritis Pain: আর্থ্রারাইটিসের তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? রোজের মেনুতে রাখতে পারেন এই ফলগুলি, পাবেন উপকার


আরও পড়ুন:Stress: মাঝে মাঝেই মানসিক অবসাদে ভুগছেন? মন ভাল রাখতে পাতে পড়ুক এই খাবারগুলি