নয়াদিল্লি: ১৩ জানুয়ারি ২০২৪, শনিবার, আমির খানের (Aamir Khan) মেয়ে আয়রা খান (Ira Khan) ও নুপূর শিখরের (Nupur Shikhare) গ্র্যান্ড রিসেপশনে বসে চাঁদের হাট। মুম্বইয়ের বিকেসি অঞ্চলের 'নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার'-এ অনুষ্ঠান হয়। হাজির হয়েছিল প্রায় গোটা বলিউডই, তাছাড়া একাধিক ইন্ডাস্ট্রির তারকারা এসেছিলেন। মেয়ে শ্বেতা বচ্চনের (Sweta Bachchan) সঙ্গে এসেছিলেন জয়া বচ্চন (Jaya Bachchan), এবং দেখা গেল সেই চেনা দৃশ্য। শোনা গেল পাপারাৎজিদের সঙ্গে হালকা বিদ্রুপের সুরে কথা। 

Continues below advertisement

পাপারাৎজিদের ওপর ফের চটলেন জয়া?

মেয়ে শ্বেতা বচ্চন ও অভিনেত্রী সোনালি বেন্দ্রের হাত ধরে এদিনের অনুষ্ঠানে পৌঁছন বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন। রয়্যাল ব্লু সালওয়ার সেট পরে দেখা গেল তাঁকে, তার ওপর মাল্টিকালার্ড লং জ্যাকেট। 

Continues below advertisement

অনুষ্ঠানে প্রবেশ করতেই পাপারাৎজিরা জয়া, শ্বেতা ও সোনালিকে অনুরোধ করেন তাঁদের দিকে তাকিয়ে পোজ দিতে। রেড কার্পেটে তাঁদের একটি নির্দিষ্ট স্থানে তাকিয়ে পোজ দিতে বললেই কঠিন জবাব মেলে জয়ার থেকে। প্রবীণ অভিনেত্রী তাঁদের কোনওরকমের নির্দেশ দিতে মানা করেন। উপহাসের সুরে অভিনেত্রী বলেন, 'এখানে আপনারা আমাদের স্পট শেখাবেন?' এরপর তিনি হেসে পোজ দিয়ে চলে যান। তার খানিক পর শ্বেতা ও সোনালিকে জায়গা ছেড়ে তিনি চলে যান। 

জয়া বচ্চন পাপারাৎজিদের সঙ্গে তাঁর কথোপকথনের জন্য বিখ্যাত। ছবিশিকারীদের বিশেষ অনুরাগী নন তিনি। এবং তাঁদের নির্দেশিকার কড়া জবাব দিতে তিনি কখনও পিছপা হন না। কখনও যদি তাঁর মনে হয় পাপারাৎজিরা নিজেদের সীমা লঙ্ঘন করছে তাহলে সেক্ষেত্রেও প্রকাশ্যেই ক্ষোভ দেখিয়েছেন। 

 

সম্প্রতি 'কফি উইথ কর্ণ' অনুষ্ঠানে এসে নীতু কপূর বলেন, 'আমার মনে হয় জয়া জি এখন এটা ইচ্ছা করে করেন, ওই একবার হয়ে গেছে না, এবার সেটাই করেন। কারণ তিনি একেবারেই ওরকম নন।' এর উত্তরে কর্ণ জোহরও বলেন, 'একদমই না, উনি খুবই উষ্ণ ও মিষ্টি। ওরা সকলেই কী ভয় পেয়ে যায়, যেই জয়া জি ঢোকেন এবং বলেন ব্যাস হয়ে গেল। আমার মনে হয় ওরাও এখন মজা পায়। 

আরও পড়ুন: Santu Mukherjee Birth Anniversary: 'একদিন এসো বাবা, তোমায় অনেকদিন দেখিনি', সন্তু মুখোপাধ্য়ায়ের জন্মবার্ষিকীতে 'খোলা চিঠি' স্বস্তিকার

এদিনের অনুষ্ঠানে শাহরুখ এসেছিলেন স্ত্রী গৌরী খানের সঙ্গে। এক ফ্রেমে দেখা যায় পাশাপাশি দাঁড়িয়ে আমির খান, গৌরী খান, নুপূর শিখরের মা ও শাহরুখ খান। এদিন 'আন্দাজ আপনা আপনা' সহ অভিনেতার মেয়ের বিয়েতে হাজির হন তাঁর সলমন খানও। কালো স্যুটে নজর কাড়েন তিনি। বিয়ে বাড়িতে অবশ্যই উপস্থিত হয়েছিলেন নীতা আম্বানি ও মুকেশ আম্বানি। অভিনেত্রী কঙ্গনা রানাউতও উপস্থিত ছিলেন আয়রার বিয়েতে। উপস্থিত ছিলেন ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকর, শিখর ধবন প্রমুখ। এসেছিলেন নিমরত কৌর, রেখা, হেমা মালিনী, এষা দেওল, শ্বেতা তিওয়ারি, পলক তিওয়ারি, শেহনাজ গিল, রাধিকা মদন, কার্তিক আরিয়ান, হিমেশ রেশমিয়া প্রমুখ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।