কলকাতা: ধর্মেন্দ্র (Dharmendra) আর হেমা মালিনীর (Hema Malini)-র প্রেম যেন রূপকথা। তবে জানেন কী, এক নায়িকা একবার হেমা মালিনীর সামনেই স্বীকার করে নিয়েছিলেন, তিনি ধর্মেন্দ্র অনুরাগী! তাঁর ভীষণ ভাল লাগে ধর্মেন্দ্রকে! তিনি আর কেউ নয়, তিনি জয়া বচ্চন (Jaya Bachchan)। ঋষিকেশ মুখোপাধ্যায়ের ছবি 'গুড্ডি' দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন জয়া। আর সেই ছবিতে জয়া বচ্চনের বিপরীতে অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। সেই থেকেই নাকি জয়া ধর্মেন্দ্রর প্রতি অনুরক্ত। প্রথমবার ধর্মেন্দ্রকে সাদা পোশাকে দেখে আপ্লুত হয়ে পড়েছিলেন জয়া বচ্চন!

Continues below advertisement

সদ্যই, 'কফি উইথ কর্ণ' টক শো-তে এসে ধর্মেন্দ্রকে নিয়ে নিজের অনুভূতির কথা বলেছিলেন জয়া বচ্চন। সেই শো-তে হেমা মালিনীও উপস্থিত ছিলেন। হেমার সামনেই জয়া বলেন, যখন তিনি ধর্মেন্দ্রকে প্রথমবার দেখেছিলেন, তিনি বুঝতে পারছিলেন না যে তাঁর কী করা উচিত। ধর্মেন্দ্রকে এতটাই সুন্দর লাগছিল যে তিনি কেবল অবাক হয়ে দেখছিলেন। তিনি সাদা প্যান্ট ও জুতো পরেছিলেন, জয়ার মনে হচ্ছিল যেন কোনও গ্রীক দেবতা তাঁর সামনে দাঁড়িয়ে রয়েছেন।

১৯৭১ সালে, জয়া 'গুড্ডি' ছবিতে অভিনয় করেন। সেটাই ছিল তাঁর বলিউড ডেবিউ। পর্দার 'গুড্ডি'-র বয়স অবশ্য ছিল ১৬ বছর। গল্পে দেখানো হয়, জয়া অর্থাৎ গুড্ডির চরিত্র প্রেমে পড়েন ধর্মেন্দ্রর চরিত্রের। বাস্তবেও কিন্তু ধর্মেন্দ্র যথেষ্ট প্রভাবিত করেছিলেন জয়াকে। কয়েক দশক পরে, ফের 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-তে আবার একসঙ্গে কাজ করেন ধর্মেন্দ্র ও জয়া। ধর্মেন্দ্র ইনস্টাগ্রামে জয়ার সঙ্গে একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, 'বহু বছর পর... নিজের গুড্ডির সঙ্গে... গুড্ডি... যে একসময় আমার বিশাল বড় অনুরাগী ছিল... '

Continues below advertisement

একটি পুরনো সাক্ষাৎকারে, ধর্মেন্দ্র তাঁর আর জয়ার বিশেষ সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে জানান যে, তিনি এখনও জয়াকে তাঁর প্রিয় 'গুড্ডি' হিসেবে দেখেন। তিনি বলেছিলেন, 'আমার জন্য জয়া এখনও গুড্ডি, সেই একই মিষ্টি হাসি নিয়ে। বছরগুলো কেটে গিয়েছে, কিন্তু ও বদলায়নি, একটুও না। অবশ্য, যখন আমি ওকে এটা বলি, জয়া আপত্তি জানায়, বলে, 'আমি আর গুড্ডি নই', কিন্তু যেই আমি ওকে বলি, 'আমার কাছে তো তুমি সবসময় গুড্ডি থাকবে।' সে পরিবার এবং সবসময় আমাদের জন্য একটি ছোট মেয়ে হয়েই থাকবে।'