সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, কলকাতা: হাইকোর্টে স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং। ৬ সপ্তাহের মধ্যে ব্যারাকপুরের বিজেপি নেতাকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। ৭ মাস আগে অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি ও গুলি চলার ঘটনার মামলায় এই নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। যে মামলাগুলোর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কোনও নির্দেশ আছে, সেগুলো বাদ দিয়ে অন্য মামলাগুলিতে অর্জুন সিং আগাম জামিনের আবেদন করতে পারবেন বলে জানিয়েছে হাইকোর্ট।

Continues below advertisement

আরও পড়ুন, রাজ্যে ৩ টি ধাপে হবে SIR, 'যদি কোনও ভোটার মনে করেন, তাঁর নাম সংযোজন হয়নি বা কোনও ভুল রয়েছে, সেক্ষেত্রে..'

Continues below advertisement

বাড়ির সামনে গুলি, বোমাবাজি, এরপর মামলা, পাল্টা মামলা। ৭ মাস আগের এই মামলাতেই, আপাতত স্বস্তি পেলেন বিজেপি নেতা অর্জুন সিং। ৬ সপ্তাহের মধ্যে তাঁকে গ্রেফতার করা যাবে না বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। অর্জুন সিংয়ের আগাম জামিনের আবেদন করার রাস্তাও খোলা রাখল আদালত। চলতি বছর ২৬ শে মার্চ, বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে গুলি চলে। গুলিবিদ্ধ হন এক ব্যক্তি। গুলিবিদ্ধ মহম্মদ সাদ্দাম ওরফে মইনুদ্দিনকে পরে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।  স্থানীয়দের দাবি, এরপরেই এলাকায় বোমাবাজি শুরু হয়। নিজের নিরাপত্তারক্ষী ও লোকজন নিয়ে ঘটনাস্থলে যান অর্জুন সিং।মজদুর ভবনের সামনে এই হামলার নেপথ্যে তৃণমূলের যোগ রয়েছে বলে দাবি করেন তিনি। বিজেপি প্রাক্তন সাংসদ  অর্জুন সিংহ বলেন, পুলিশ ওখানে দাঁড়িয়ে আছে। তারপর যেই আমরা পৌঁছেছি, ফটাফট গুলি চলছে, পালাচ্ছে ওরা।  পার্থ ভৌমিক, সোমনাথ শ্য়ামের নির্দেশে নমিত সিংহ এটা করেছে। মারধর ও গুলি চলার অভিযোগে দুটি পৃথক মামলা রুজু করে পুলিশ।

অর্জুন সিংকে ২৪ ঘণ্টার মধ্য়ে পাঁচটি নোটিস পাঠানো হয়।আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ-সহ অর্জুন সিংকে জগদ্দল থানায় তলব করা হয়। এরপরই জগদ্দলকাণ্ডের জল গড়ায় আদালতে। পুলিশি হেনস্থার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেন অর্জুন সিং। আদালতে অর্জুন সিংয়ের আইনজীবী বলেন, এই ঘটনায় অর্জুন সিংয়ের নাম এফআইআর হয়েছে। কিন্তু অর্জুন সিং যেটা অভিযোগটা করেছেন সেটা এফআইআর হিসাবে নেওয়া হয়নি। 

যেহেতু অর্জুন সিং বিজেপি নেতা, তাই একের পর এক মামলা দেওয়া হচ্ছে। মামলাগুলো খারিজ করা হোক। তখন হাইকোর্টের বিচারপতি বলেন, অর্জুন সিংয়ের অভিযোগ পুলিশকে গ্রহণ করতে হবে।এই যে একাধিক মামলার কথা অর্জুন সিং বলছেন। এর মধ্যে যে মামলাগুলোর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের কোনও নির্দেশ আছে, সেগুলো বাদ দিয়ে অন্য মামলাগুলিতে আগাম জামিনের আবেদন করা যাবে। ৬ সপ্তাহের মধ্যে আগাম জামিন নিতে পারবেন অর্জুন সিং। 

৬ সপ্তাহের মধ্যে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না। বিজেপি নেতা অর্জুন সিংহ বলেন, কোর্ট যেটা ভালো বুঝেছে অর্ডার দিয়েছে। এবার আমরা আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলব যদি কোনও সমস্যা দেখা যায় উচ্চ আদালতে যেতে পারি। তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক   কুণাল ঘোষ বলেন, এটা টেকনিক্যাল ব্যাপার। আইনি প্রক্রিয়া। ব্যারাকপুর পুলিশ কমিশনার মুরলীধরের নেতৃত্বে অর্জুন সিংয়ের বাড়ির সামনে বোমাবাজি ও গুলি চলার ঘটনার তদন্ত চলবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট।