ছবি তুলছিলেন ভক্ত, মেজাজ হারিয়ে জয়ার সপাট জবাব ‘ডোন্ট ডু দিস স্টুপিড’
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Aug 2017 03:30 PM (IST)
ছবি সৌজন্যে ইউটিউব
মুম্বই: বলিউডের প্রবীণ অভিনেত্রী এবং রাজনীতিবিদ জয়া বচ্চন যে খুব একটা ঠান্ডা মাথার মানুষ নন, সেকথা সকলেই জানেন। প্রকাশ্যে মাথা গরমের ঘটনা ফের একবার ঘটল, এবার গণেশ পুজোর সময়। গণেশ পুজো উপলক্ষে জয়া বচ্চন গিয়েছিলেন শ্রী মানকেশ্বর মন্দিরে। সেখানেই এক ভক্ত জয়ার ছবি তুলতে শুরু করেন। সেই দেখে মারাত্মক চটে যান অমিতাভ পত্নী। তারপর রাগত জয়ার মন্তব্য, 'ডোন্ট ডু দিস..স্টুপিড'। সেই রাগপ্রকাশের মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গেছে। তিনি খুব একটা স্বাভাবিকভাবে হেঁটেও যেতে পারছিলেন না। তাঁকে ধরে নিয়ে যেতে হয়। জানা গিয়েছে, দিন কয়েক আগে এষা দেওলের সাধে উপস্থিত পুরোহিতকে বেজায় বকাঝকা করেন জয়া। কারণ, সেই ব্যক্তি এষার সঙ্গে ছবি তুলতেই ব্যস্ত ছিলেন, নিজের কাজ না করে। তবে এষার এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, জয়া মোটেই পুরোহিতকে খারাপ ভাবে কিছু বলেননি। তিনি শুধু পুরোহিতকে তাঁর কাজটা সঠিকভাবে করতে বলেছিলেন। তবে প্রকাশ্যে মেজাজ হারাতে একাধিকবার দেখা গেছে জয়াকে।