কলকাতা: আজকের দিনটা তাঁর কাছে বিশেষ। আর সেই কারণেই তিনি ছেলের ছবি প্রকাশ করার জন্য বেছে নিয়েছিলেন আজকের দিনটাকেই। কিন্তু কী কারণে? নাহ্, একটা নয়। কারণ অনেকগুলো। সোশ্যাল মিডিয়ায় সেই কারণগুলিই প্রকাশ্যে এনেছেন জিৎ। লম্বা তালিকায় কেবলই দেখা 'সাথী'-র কথা। 


সোশ্যাল মিডিয়ায় আজ একটি পোস্ট শেয়ার করে জিৎ লিখেছেন, '১৪ জুন.. এই দিনটা আমার জীবনে ভীষণ বিশেষ। ২০০২ সালে, আজকের দিনে মুক্তি পেয়েছিল আমার অভিনীত প্রথম ছবি, 'সাথী'। দর্শকদের ভালবাসা পেয়েছিলাম, প্রথম ছুঁয়ে দেখেছিলাম খ্যাতিকে। এরপরে, ২০০৯ সালে আজকের দিনেই আমি খুঁজে পাই আমার জীবনের আসল 'সাথী'-কে। আজকের দিনেই আমার আলাপ হয় মোহনার সঙ্গে। আমি এতদিন যে মানুষদের কাজ করেছি, পরিচালক, প্রযোজক, সহ অভিনেতা অভিনেত্রী, সিনেমার সঙ্গে যুক্ত অন্যান্য সব সহকর্মীদের আমার ধন্যবাদ, ভালবাসা, প্রণাম। আমার সমস্ত অনুরাগীদের আমার ভালবাসা। শেষ একটাই অনুরোধ.. সদ্য মুক্তি পাওয়া ছবি 'বুমেরাং' দেখুন আপনাদের কাছে সিনেমাহলে।'


আজ, নিজের ছেলের ছবি ও নাম প্রকাশ্যে নিয়ে আসেন জিৎ। একরত্তির নাম রেখেছেন রোনভ। খালি গা, মাথায় তোয়ালের টুপি। পায়ের ওপর পা তুলে বসে রয়েছে খুদে। পরের ছবিতে রয়েছে গোটা পরিবারই। সাদা শার্ট ও নীল ডেনিমে রংমিলান্তি। জিতের কোলে ছোট্ট রোনভ, পাশে স্ত্রী মোহনা ও কন্যা। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে জিৎ লিখেছেন,  'আজকের দিনটাকে স্মরণীয় করে রাখতে চাই আমাদের ছোট্ট খুশির উৎস রোনভের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে।' নজরে পড়ার মতো এই ছবির কমেন্টবক্স। জিৎতের শেয়ার করা ছবিতেই ছোট্ট রোনভকে প্রথম দেখল টলিপাড়া। অঙ্কুশ হাজরা থেকে শুরু করে সৌমিতৃষা কুণ্ডু, বিক্রম চট্টোপাধ্যায়.. সবাই মন্তব্য করেছেন ছবিতে। প্রত্যেকেই আলাদাভাবে উল্লেখ করেছেন খুদের চোখের কথা। যেন অবিকল জিৎ।


 






আরও পড়ুন: Jeet Son Photo: জিৎ-পুত্রের ছবি প্রকাশ্যে, খুদের চোখ দেখে অবাক অঙ্কুশ, সৌমিতৃষা, বিক্রমেরা!


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।