কলকাতা: আজ থেকে শুরু হল মাধ্যমিক। গোটা রাজ্যে এদিন পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন সবাই। এই পরীক্ষাকে সাধারণত ছাত্রজীবনের প্রথম বড় পরীক্ষা মনে করা হয়, আর তাই এর সঙ্গে জড়িয়ে থাকে ছোট বড় অনেক স্মৃতি। আর পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে গিয়ে নিজের মাধ্যমিক পরীক্ষার স্মৃতি ভাগ করে নিলেন অভিনেতা জিতু কমল (Jeetu Kamal)।
সোশ্যাল মিডিয়ায় আজ ১৯ বছর আগের স্মৃতিতে ডুব দিয়েছেন জিতু। অভিনেতা লিখছেন, 'আজ থেকে ঠিক ১৯ বছর আগে দেশবন্ধু গভর্মেন্ট হাই স্কুলের, তিন তলার সাত নম্বর রুমের চতুর্থ বেঞ্চের ডান দিকে রোল B539×× নং 038× লেখা। ওটাই ছিল আমার সিট্। বাবা আমাকে সাইকেলে করে ছাড়তে এসেছিল পরীক্ষাকেন্দ্রে। "চোখে অনেক স্বপ্ন, জীবনে প্রথমবার বড় পরীক্ষা", এইসব কোনও কিছুই মাথায় আসেনি। খুব সহজ, সরল বিশ্বাসে আর দশটা পরীক্ষার মতোই আমার মাধ্যমিক পরীক্ষা দেওয়া। আজও সেই মানসিকতা পাল্টাতে পারিনি। বড় কাজ, ছোট কাজ কিছুই মাথায় আসে না। ভাল করে প্রদেয় কাজটা করতে পারছি কিনা সেটাই মাথায় ঘোরে সর্বদা।'
এখানেই শেষ নয়, জিতু আরও লিখছেন, 'কে ল্যাং মারছে, কে ফুটেজ নিয়ে নিচ্ছে, কে সিন কেটে দিচ্ছে, কে ডাবিং করতে দিচ্ছে না, কে শুধুই ব্যবহার করে চলেছে, এই সব কিচ্ছু প্রশ্রয় পায়নি আমার কাছে। ঠিক মতো শুধু কাজটুকু করতে পারবো কিনা, এটাই আজও আমাকে বিগত ১৯ বছর আগের মতো রাতের ঘুম কেড়ে নেয়। আনুমানিক ৬,৯৮,৬২৮ জন পরীক্ষার্থীকে শুভ কামনা.. ভাল হোক আগামী জীবন। বুদ্ধিদীপ্ত হও।'
আরও পড়ুন: Pallavi Dey Birthday: পল্লবী নেই, মৃত্যুর পরে প্রথম জন্মদিনে অভিনেত্রীকে নিয়ে কলম ধরলেন বন্ধুরা
প্রসঙ্গত, 'অপরাজিত' ছবিটি এক ধাক্কায় প্রচারের আলোয় নিয়ে এসেছিল জিতুকে। ছোটপর্দায় অভিনয় করে আগেই মন জয় করেছিলেন তিনি। এর আগেও ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তবে 'অপরাজিত'-তে জিতু বুঝিয়ে দিয়েছেন, তিনি লম্বা দৌড়ের ঘোড়া।