কলকাতা: রাশিদ খান-এর পরিবারের পরে জিতু কমল (Jeetu Kamal)। পুলিশি হেনস্থার অভিযোগ তুললেন অভিনেতা জিতু ও তাঁর স্ত্রী নবনীতা দাসের (Nabanita Das)। গাড়িতে করে আসছিলেন দম্পতি। নিমতায় তাঁদের গাড়িতে ধাক্কা মারে অন্য একটি গাড়ি। কিন্তু পুলিশ অভিযোগ নিতে রাজি হয়নি বলে অভিযোগ। এফআইআর দায়ের করতেও অস্বীকার করা হয় বলে অভিযোগ।                                 


আজ ঘটনাস্থল থেকে ফেসবুক লাইভ করে গোটা ঘটনা নিয়ে সরব হন জিতু পত্নী নবনীতা। তাঁর অভিযোগ, ধাক্কা মারার পরে গাড়ির চালক হুমকি দেন তাঁদের। নিরাপত্তাবোধ না করায় থানার মধ্যেই বসে থাকেন নবনীতা। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা বসে থাকার পরেও পুলিশের কাছ থেকে কোনও সহযোগিতা তাঁরা পাননি বলে অভিযোগ। ফেসবুক লাইভে সেই ঘটনার কথাই জানিয়েছেন নবনীতা।                 



এবিপি আনন্দকে নবনীতা জানান, তাঁদের গাড়িকে ধাক্কা মারার পরে তাঁরা এফআইআর করতে থানায় আসেন। কিন্তু দীর্ঘক্ষণ সেখানে বসিয়ে রাখা হয়। এফআইআর নিতে অস্বীকার করা হয় বলেও অভিযোগ। অসুস্থ ছিলেন অভিনেত্রী। ব্লাড টেস্ট করে ফিরছিলেন তিনি। এরপরে অভিনেত্রীর অভিযোগ, যে গাড়ির সঙ্গে তাঁদের গাড়ির ধাক্কা লাগে, তারাও উপস্থিত ছিলেন ওই থানা চত্বরে। পুলিশের সামনেই অভিযুক্ত গাড়ির চালক ও সহকারীরা অভিনেতা অভিনেত্রীকে হুমকি দেন বলে অভিযোগ। এরপরেই থানার ভিতরে গিয়ে বসেন অভিনেত্রী। ফেসবুক লাইভ করেন সেখান থেকেই। আরও অভিযোগ, পুলিশের সামনে অভিযুক্ত গাড়ির চালক ও সহকারীরা খুনের হুমকি দিলেও কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ।


আরও পড়ুন: Chanchal Chowdhury: অপেক্ষার অবসান, এবার কলকাতা ও জেলার প্রেক্ষাগৃহে চঞ্চল চৌধুরীর 'হাওয়া'



অন্যদিকে, গতকালই, সঙ্গীতশিল্পী উস্তাদ রাশিদ খানের গাড়ির চালককে আটক করা হয়। মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আটক করা হয়েছিল। এই ঘটনায় থানায় সস্ত্রীক রাশিদ খানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্যই আটক করা হয়েছে চালককে। মেডিক্যাল পরীক্ষায় মত্ত থাকার প্রমাণ মিলেছে বলে দাবি পুলিশের।               


পুলিশের পাল্টা দাবি রাশিদ খানের স্ত্রী থানায় দুর্ব্যবহার করেন। জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা জানিয়েছেন, এখনও কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে, জানিয়েছেন জয়েন্ট সিপি ক্রাইম।