কলকাতা: তবে কি তাঁদের সম্পর্ক ফের জোড়া লাগল? পুজোর শেষলগ্নে জিতু কমলের (Jeetu Kamal)-এর বাইকে সওয়ার নবনীতা দাস (Nabanita Das)। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা কার্যত ভাইরাল। ব্যাপারটা ঠিক কী? তবে কী নিজেদের সম্পর্ককে ফের আরও একটা সুযোগ দিতে চান জিতু ও নবনীতা?
বিষয়টা তেমন নয়। পুজোর মধ্যেই পুরনো একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন নবনীতা। সেই ভিডিওর ক্যাপশানে লেখা, গত বছর। সেখানে দেখা গেল, বাইক চালাচ্ছেন জিতু, আর তার পিছনে বসে নবনীতা। কখনও হাসছেন, কখনও আবার দেখাচ্ছেন জিতুর ঝলকও। নবনীতা সাজগোজ করলেও, জিতু বেশ ক্যাজুয়াল।
সম্পর্কের ভাঙনের কথা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন নবনীতা। তবে তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় নবনীতার প্রোফাইলে দেখা যায়, পুরনো সম্পর্কের বিভিন্ন ঝলক। কখনও তাঁর হাতে শাঁখা-পলা, কখনও আবার জন্মদিনের শুভেচ্ছা জল্পনা বাড়ায়। অনুরাগীরা ভাবেন, দুই অভিনেতা অভিনেত্রীর বোধহয় ফের সম্পর্ক জোড়া লাগল। তবে নবনীতা জানিয়ে দিয়েছেন, তাঁরা বিচ্ছেদের পথেই হাঁটছেন। তবে পুজোর আগেও নবনীতা আফশোস করেছিলেন যে তাঁর এইবছর জিতু ও তাঁর পরিবারের সঙ্গে ছুটি কাটানো হবে না।
জিতুর সঙ্গে সম্পর্কে সমস্যার পর থেকেই শিরোনামে থাকেন নবনীতা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্ট করে নিজেদের বৈবাহিক সম্পর্কে ইতি টানার ঘোষণা করেছিলেন নবনীতা। এবিষয়ে জিতু অবশ্য মন্তব্য করেননি কোনও। নবনীতাই জানিয়েছেন, আপাতত তাঁরা আলাদা থাকছেন, সময় পেরোলে নিয়মমাফিক আইনি বিচ্ছেদের পথে হাঁটবেন তাঁরা। তবে এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি জিতু। একাধিকবার যোগাযোগ করা হলেও, তিনি এবিষয়ে মুখ খুলতে নারাজ থেকেছেন। জানিয়েছেন, নবনীতা সম্পর্কে কোনও খারাপ কথা তিনি বলবেন না এমনকি কোনও অভিযোগও করবেন না।
এর আগে, এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে নবনীতা বলেছিলেন, 'আমরা মিলিতভাবেই ঠিক করেছিলাম, আর এই সম্পর্কটা বয়ে নিয়ে যাওয়া অর্থহীন। আমরা কখনও চাই না একে অপরকে নিয়ে বিরুপ মন্তব্য করতে। আমাদের একে অপরের জন্য সম্মানটা রয়েছে। ও ওর ভাষায় লিখেছে, আমি আমার ভাষায় লিখেছি। দেখা হলে যেন কথাবার্তাটুকু বজায় থাকে। যেটা ভালভাবে শুরু হয়েছিল, যেটা ভালভাবে শেষ হলে ওর, আমার দুজনেরই ভাল। ওর জন্য যা যা ভাল হয়েছে আমার জীবনে, কখোনোই অস্বীকার করব না।'
আরও পড়ুন: Ranveer Singh: 'একটা সুযোগ তো পেতেই পারি', ডনের চরিত্রে অভিনয়, সমালোচনার মাঝে আর্জি রণবীর সিংহের