কলকাতা: নতুন ছবি 'বাবুসোনা' (Babushona)-র শ্যুটিং করতে লন্ডনে জিতু কমল (Jeetu Kalam) ও শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন অংশুমান প্রত্যুষের (Angshuman Pratyush) নতুন ছবির নায়ক।
অ্যাকশন কমেডি ছবিতে প্রথমবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Shrabanti Chatterjee)-র সঙ্গে জুটি বাঁধছেন জিতু কমল (Jeetu Kamal)। অংশুমান প্রত্যুষ পরিচালিত এই ছবির নাম 'বাবুসোনা'। আর সেই ছবির শ্যুটিং করতেই লন্ডনে উড়ে গিয়েছেন জিতু-শ্রাবন্তী। জিতুর সঙ্গী হয়েছেন স্ত্রী নবনীতাও। সোশ্যাল মিডিয়ায় বিদেশ থেকে টুকরো ছবি শেয়ার করে নিয়েছেন তাঁরা। আর আজ ক্যামেরাবন্দি হয়েছেন ছবির নায়ক-নায়িকা।
অশোক ধানুকা ও হিমাংশু ধানুকার প্রযোজনাতে "এসকে মুভিস" এর ব্যানারে তৈরি হচ্ছে এই ছবি 'বাবুসোনা'। ছবির প্রধান চরিত্রের নাম বাবু। পেশায় সে একজন অপহরণকারী। নিজের অপহরণের পেশাটাকে চাপা দেওয়ার জন্য, একটি আইটি কোম্পানির অফিস চালায় সে। অন্যদিকে, ছবির নায়িকা, সোনা পেশায় একজন চোর। অথচ, সে নিজের পরিচয় দেয় পুলিশ বলে। ছবির গল্প যতই এগোতে থাকে, দুজনের জীবন জড়িয়ে পড়ে বিভিন্ন ঘটনায়।
শেষে লন্ডন শহরে, একটি শিশু অপহরণের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে বাবু ও সোনা। সেই থেকেই দুজনের আলাপ, তারপর ভাল লাগা। অপহরণের ঘটনায় জড়িয়ে পড়তে গিয়ে, জড়িয়ে যায় দুজনের জীবন। এই ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন, অভিনেত্রী পায়েল সরকার (Paayal Sarkar), আলেকজান্দ্রা টেলর, সাগ্নিক চট্টোপাধ্যায় (Shagnik Chatterjee), বিলাস দে (Bilash Dey), অত্রি ভট্টাচার্য (Atri Bhattacharyya) ও বুদ্ধদেব ভট্টাচার্য (Budhyadeb Bhattacharyya)। ছবিতে আলেকজান্দ্রাকে দেখা যাবে একজন পুলিশের চরিত্রে। দুই মোড়কের ছবিতে দেখা যাবে অভিনেত্রী আলেকজান্দ্রা টেলরকে।
ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে জিতু ও শ্রাবন্তীর লুক। কোঁকড়ানো চুলে বেশ অন্যরকম লুকে ধরা দিয়েছেন শ্রাবন্তী। জিতুও যথারীতি সাবলীল। প্রসঙ্গত, সদ্য 'সাদা রঙের পৃথিবী' ছবির শ্যুটিং শেষ করেছেন শ্রাবন্তী। পরিচালক রাজর্ষি দে (Raajhorshee De)-র নতুন ছবিতে একেবারে অন্যভূমিকায় দেখা যাবে তাঁকে। এই ছবিতে প্রথম দ্বৈত চরিত্রে দেখা যাবে শ্রাবন্তীকে। একই ইতিবাচক ও একটি নেতিবাচক। তাঁর অপর ছবি শুভ্রজিৎ মিত্র (Subhrajeet Mitra)-র 'দেবী চৌধুরাণী'-র কাজও শুরু হবে খুব তাড়াতাড়িই।
আরও পড়ুন: Satyam at Byomkesh: অজিত নয়, ব্যোমকেশে দেবের বিপরীতে মণিলালের চরিত্রে থাকছেন সত্যম
আরও পড়ুন: Banana Skin Benefits: রুক্ষ-শুষ্ক ত্বকে ভরসা কলার ফেসপ্যাক, দূর করে বলিরেখা, বাড়ায় উজ্জ্বলতা