মুম্বই: সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণই প্রায় সক্রিয় থাকেন বলিউড অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। কখনও ছবির প্রোমোশন তো কখনও পরিবারের সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করতে দেখা যায় তাঁকে। সেফ আলি খানের সঙ্গে সময় কাটানোর ছবি থেকে দুই সন্তানের সঙ্গে খুনসুটির ভিডিও ও ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নেন অভিনেত্রী। এবারও তেমনই সেফ আলি খান ও দুই সন্তানের সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করতে দেখা গেল বেবোকে।


সম্প্রতি পতৌদি প্যালেসে দুই সন্তান এবং সেফ আলি খানের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে করিনা কপূর খানকে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে সেই ছবি পোস্ট করেছেন 'যব উই মেট' অভিনেত্রী। পরিবারের সঙ্গে সময় কাটানোর ছবি পোস্ট করার সময় সেখানে 'চাঁদ সিরিজ' নাম দিয়েছেন অভিনেত্রী। ফলে বোঝাই যাচ্ছে, চাঁদের বাড়িতে যেন চাঁদের হাট বসালেন করিনা।


আরও পড়ুন - Arpita Khan Wedding Anniversary: বিবাহবার্ষিকীতে কীভাবে স্ত্রীকে শুভেচ্ছা জানালেন সলমন খানের ভগ্নিপতী আয়ুষ?


এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুই সন্তান এবং সেউ আলি খানের সঙ্গে ছবি পোস্ট করেছেন করিনা কপূর খান। একটি ছবিতে তাঁকে ছোট্ট তৈমুরের সঙ্গে হাসিমুখে দেখা যাচ্ছে। সেই ছবিটির নাম তিনি দিয়েছেন, 'আমার প্রথম চাঁদের সঙ্গে'। ছবিতে চার বছরের তৈমুরকে মায়ের সঙ্গে লজেন্স খেতে খেতে ছবি তুলতে দেখা গিয়েছে। অন্য আর একটি ছবিতে এবার তিনি সেফ আলি খানের সঙ্গে রোম্যান্টিক মেজাজে। 



ছোট্ট তৈমুর জন্মের পর থেকেই কার্যত তারকা। সে কী করছে, কী খাচ্ছে সবকিছুর উপর নজর থাকে পাপারাজ্জিদের। যদিও চলতি বছর দ্বিতীয়বার মা হয়েছেন করিনা কপূর খান। ছোট ছেলে জেহ আলি খান আসার পর সেও হয়ে উঠেছে সকলের নয়নের মণি।




প্রসঙ্গত, দ্বিতীয়বার মা হওয়ার আগে থেকেই আমির খানের সঙ্গে 'লাল সিংহ চাড্ডা' ছবির শ্যুটিং শুরু করে দিয়েছিলেন করিনা কপূর খান। ছবিটি আগামী বছর ১১ ফেব্রুয়ারি মুক্তি পাবে সিনেমাহলে। এছাড়াও তাঁর হাতে রয়েছে আরও বেশ কয়েকটি ছবির কাজ। পরিচালক হনশল মেহতা এবং একতা কপূরের নাম না ঠিক হওয়া ছবির কাজে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। অন্যদিকে মুক্তি পেতে চলেছে সেফ আলি খানের নতুন ছবি 'বান্টি অউর বাবলি টু'। এই ছবি দিয়ে বারো বছর পর পর্দায় একসঙ্গে দেখা যাবে 'হম তুম' জুটি রানি মুখোপাধ্যায় এবং সেফ আলি খানকে।