মুম্বই: আগামী ছবি 'জার্সি'র (Jersey) প্রোমোশনে ব্যস্ত ছবির দুই মুখ্য চরিত্রে অভিনয় করা শাহিদ কপূর (Shahid Kapoor) এবং ম্রুণাল ঠাকুর (Mrunal Thakur)। আগামী ৩১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা এই ছবির। কিন্তু করোনা ভাইরাস এবং ওমিক্রনের বৃদ্ধিতে ফের স্থগিত হয়ে গেল এই ছবির মুক্তি। 


গত দু বছর ধরে এমনিতেই কোভিড১৯-এর প্রকোপ চলছে। গত বেশ কিছুদিন ধরে তারই মধ্যে বাড়ছে ওমিক্রনে আক্রান্তের সংখ্যাও। এমন পরিস্থিতিতে সিনেমাহল, স্পা, জিমের মতো জনবহুল জায়গাগুলি বহু জায়গাতেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শোনা গিয়েছে ইতিমধ্যেই দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে সিনেমাহল। সম্প্রতি করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও দেশে হু হু করে বাড়ছে ওমিক্রন আতঙ্ক। এই আবহে দিল্লিতে করোনার নয়া প্রজাতির 'হলুদ সতর্কতা' জারি করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সাধারণত পর পর দু'দিন কোভিড পজিটিভিটির হার ০.৫ শতাংশের বেশি থাকলে 'হলুদ' সতর্কতা জারি করা হয়। দিল্লিতে এই মুহূর্তে অনেকটাই বৃদ্ধি  পেয়েছে ওমিক্রন। এই আবহে রাজধানীতে প্রথম পর্যায়ের বিধিনিষেধও জারি করছে কেজরিওয়াল সরকার। 


আরও পড়ুন - Salman Khan: 'টাইগারও বেঁচে আছে, সাপও', ঠিক কী হয়েছিল সলমন খানের সঙ্গে?


এদিন ফিল্ম ক্রিটিক এবং ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানালেন যে, শাহিদ কপূর অভিনীত 'জার্সি' ছবির মুক্তি স্থগিত হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর এই ছবি মুক্তি পাচ্ছে না। কবে মুক্তি পাবে এই ছবি তার দিন পরবর্তীতে ঘোষণা করা হবে। ইতিমধ্যেই ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি মুক্তির কথা শোনা গেলেও, তা একেবারেই ভুয়ো খবর। <





>


 


প্রসঙ্গত, 'জার্সি' ছবিতে শাহিদ কপূরের সঙ্গে এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর। এছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে পঙ্কজ কপূরকেও। এই ছবিতে প্রথমবার একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে 'যব উই মেট' তারকাকে। 'জার্সি' ছাড়াও শাহিদ কপূরের হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। খুব শীঘ্রই তাঁকে একজন প্যারাট্রুপারের চরিত্রে অভিনয় করতে দেখবেন দর্শক।