মুম্বই: বড়দিন উদযাপন করতে পানভেলের খামার বাড়িতে গিয়েছিলেন বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan)। সব কিছু চলছিল ঠিকঠাকই। কিন্তু আচমকাই বিপদ ঘটল তাঁর সঙ্গে। সাপে কামড়াল অভিনেতাকে। তারপর হাসপাতালে ভর্তি এবং কয়েক ঘণ্টার চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পান ভাইজান। শুধু বড়দিনই নয়, প্রতিবারের মতো এবারও পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে জন্মদিন সেলিব্রেট করতে গিয়েছিলেন তিনি। আজ জন্মদিন অভিনেতার (Salman Khan Birthday)। জন্মদিনে সংবাদমাধ্যমের কাছে জানালেন ঠিক কী হয়েছিল তাঁর সঙ্গে।
এদিন এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে গোটা ঘটনাটা খুলে বললেন সলমন খান। তিনি বলেন, 'ওইদিন রাতে ঘরের মধ্যে একটা সাপ ঢুকে পড়ে। পাহাড় আর জঙ্গল এলাকা বলে প্রায়ই এখানে সাপের দেখা পাওয়া যায়। সাপ দেখে বাচ্চারা খুব ভয় পেয়ে যায়। সেই সময় আমি একটা লাঠি দিয়ে সাপটাকে আলতো করে তুলে বাইরে ছেড়ে দিতে যায়। সেই সময় এলাকার লোকজন সাপ সাপ বলে চিৎকার করতে শুরু করে। ওখানকার লোকেরা জানাচ্ছিল ওটা বিষধর সাপ। সাপের হয়তো মনে হয়, আচ্ছা তাহলে আমাকে কামড়াতে হবে। তখন আমার হাতে প্রথমবার কামড় বসায়। এরপর ফের লোকজনের চিৎকারে হাতে ছোবল দেয়। তৃতীয়বারও তেমনই।'
আরও পড়ুন - Salman Khan Birthday: ম্যাচিং পোশাক, জেনেলিয়ার সঙ্গে নাচে মগ্ন বার্থ ডে বয় সলমন
সলমন খান আরও বলেন, 'এমন ঘটনার পর আমাকে ওখানকার লোক হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের পরিসেবাও খুবই ভালো ছিল। আমাকে বিষরোধক ইঞ্জেকশন দেয়। ছ ঘণ্টা চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়েও দেয়। বাড়ি ফিরে দেখি সাপটা ওখানেই রয়েছে। আমি ফের সাপটাকে আলতো করে ধরে বাইরে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার আগে ওর সঙ্গে সেলফিও নিই।'
ভাইজানকে যখন প্রশ্ন করা হয় এমন ঘটনায় তাঁর বাবা সেলিম খানের কী প্রতিক্রিয়া, তখন তিনি বলেন, 'হ্যাঁ, বাবা জিজ্ঞাসা করেছিল কী হয়েছে? আমি বললাম, সব ঠিকঠাক আছে। টাইগারও বেঁচে আছে। সাপও।'
প্রসঙ্গত, সলমন খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'অন্তিম - দ্য ফাইনাল ট্রুথ' ছবিতে। এছাড়াও তিনি এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি 'টাইগার থ্রি', 'কিক টু'-র কাজে।