মুম্বই:  বলিউডের লাস্যময়ী তারকা-কন্যাদের মধ্যে অন্যতম শ্রীদেবী কন্যা জাহ্নবী। আজ তিনি কুড়ি পূর্ণ করলেন, এবং দিদির জন্মদিনে বোন খুশি তাকে কি উপহার দিলেন জানেন?





ইন্সটাগ্রামে এই ছবিটি পোস্ট করে খুশি লেখেন “Happy 20th jaanu…”

তবে বলিউডে পদার্পনের আগেই জাহ্নবী এখনই তারকা হয়ে গেছেন। তিনি যখনই ক্যামেরার সামনে দাঁড়ান তখনই ইন্টারনেটে ঝড় ওঠে। আর খুব শীঘ্রই বলিউডেও পা রাখার কথা জাহ্নবীর। হয়তো এই জন্মদিনেই তেমন কোনও ঘোষণাও হতে পারে। দিন কয়েক আগেই বনি কপূর জানিয়ে ছিলেন, কর্ণ জোহরের ছবি দিয়েই বলিউডে পা রাখতে চলেছেন জাহ্নবী, তবে কোন ছবি সেবিষয়ে কেউ কোনও মুখ খোলেননি।