চুর্ণী নদীতে দূষণ, দুর্গন্ধে ভরা নিকষ কালো জলে ভেসে উঠল মরা মাছ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Mar 2017 11:53 AM (IST)
চুর্ণী নদীতে দূষণ। নিকষ কালো জল। দুর্গন্ধে ভরা সেই জল থেকে ভেসে উঠছে মরা মাছ। অভিযোগ, বাংলাদেশের দর্শনার চিনি কলের বর্জ্য পদার্থ চুর্ণীর জলে মিশে গিয়েছে। সে কারণেই দূষিত হয়েছে জল। আগে মাঝেমধ্যে এমন ঘটনা ঘটত। ইদানিং নদীর জল ঘনঘন এভাবে দূষিত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এর প্রভাব পড়েছে স্থানীয় মৎসজীবীদের উপরে। মাছ মরে যাওয়ায় তাঁদেরও রুজি-রোজগারে টান পড়েছে। নদী বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই সমস্যা নিয়ে বারবার প্রশাসনকে জানিয়েও কাজ হয়নি।