কলকাতা: বাংলার তারকা অভিনেতা যীশু সেনগুপ্তের (Jisshu U Sengupta) সাফল্যের মুকুটে নয়া পালক। তিনিই প্রথম বাঙালি অভিনেতা যাঁর মুখ দেখা গেল দুবাইয়ের (Dubai) ঐতিহ্যবাহী বুর্জ খলিফায় (Burj Khalifa)। স্বভাবতই বাঙালি দর্শকের উচ্ছ্বাসের সীমা নেই। সোশ্যাল মিডিয়া ভরে ওঠে শুভেচ্ছাবার্তায়। 


বুর্জ খলিফায় দেখা গেল যীশু সেনগুপ্তের মুখ


দুবাইয়ের আইকনিক বুর্জ খলিফা। যেখানে প্রায়ই প্রদর্শিত হয় বলিউডের বাদশাহ্ শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবির ট্রেলার বা ভিডিও। তাঁর জন্মদিনে বিশেষ ভাবে সেজে ওঠে বুর্জ খলিফা। শুধু কিং খান কেন, একাধিক তারকার ছবি প্রদর্শিত হয়েছে সেখানে। এই বুর্জ খালিফাকে নিয়ে তৈরি হয়েছে একাধিক জনপ্রিয় গানও। কিন্তু এর আগে সেই আইকনিক ইমারতে কোনও বাঙালি শিল্পীর মুখ দেখতে পাওয়া যায়নি। সেই তালিকার সূচনা ঘটালেন যীশু সেনগুপ্ত। 


বাঙালি তারকা অভিনেতা, প্রযোজক যীশু সেনগুপ্ত অবশ্য এখন জাতীয় স্তরের শিল্পী। বাংলা ছবিতে অভিনয়ের পাশাপাশি, দক্ষিণ ভারতের একাধিক বড় বাজেটের ছবিতে নিয়মিত কাজ করে চলেছেন তিনি। একাধিক ছবিতে খলনায়কের চরিত্রে নজর কেড়েছেন যীশু। এবার তাঁকে দেখা গেল বুর্জ খলিফায়। 


 






এবার বাঙালিদের তিনি আরও উচ্চতায় নিয়ে গেলেন। ঐতিহ্যবাহী স্থাপত্যের চূড়ায় দেখা গেল 'বেঙ্গল টাইগার্স' (Bengal Tigers) দলের অধিনায়ক যীশুর মুখ। তাঁর সঙ্গেই দেখা গেল সলমন খান, সোহেল খান, সোনু সুদ, কিচ্চা সুদীপের মতো তারকাদের ঝলকও। প্রসঙ্গত, আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে 'সেলিব্রিটি ক্রিকেট লিগ' (Celebrity Cricket League)। সেখানে বাংলা থেকে তৈরি হওয়া টিম 'বেঙ্গল টাইগার্স'-এর অধিনায়ক যীশু। গতকাল, ২ ফেব্রুয়ারি, বুর্জ খলিফায় সেই টুর্নামেন্টের 'কার্টেন রেইজার' ছিল। 


 






আরও পড়ুন: Poonam Pandey: 'জঘন্য!' পুনম পাণ্ডের ভুয়ো 'মৃত্যুসংবাদ' শুনে ক্ষুব্ধ তারকারা, কটাক্ষ বিবেক-কুশার প্রমুখের


২৩ ফেব্রুয়ারি শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ১৭ মার্চ পর্যন্ত। ৮ টি টিমের মধ্যে ২০টি ম্যাচ হবে। ৫টি শহর ঘুরে টুর্নামেন্ট হবে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।