কলকাতা:  ভারতে মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে স্তন ক্যানসার। এর পরেই রয়েছে সার্ভিক্যাল ক্যানসার। অন্যদিকে পুরুষদের ক্যানসারের তালিকায় শীর্ষে রয়েছে ঠোঁট, মুখের ক্যানসার। তার পরেই রয়েছে ফুসফুসের ক্যানসার। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে ২০২২ সালের তথ্য এমনটাই বলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্যানসার গবেষণার শাখা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার বা আইএআরসি। আইএআরসি এই রিপোর্ট প্রকাশ করেছে।


কোন ক্যানসারের কত হার ?


২০২২ সালে ভারতে ১৪ লাখের বেশি ক্যানসারে আক্রান্ত হন। মারণরোগে মৃত্যুর সংখ্যা ওই বছর ছাড়িয়েছিল নয় লাখ। ওই বছর পুরুষদের মধ্যে নতুন করে ঠোঁট ও মুখের ক্যানসারের হার ১৫.৬ শতাংশ। ফুসফুস ক্যানসারের হার ৮.৫ শতাংশ। একই বছরে মহিলাদের মধ্যে নতুন স্তন ক্যানসারের হার ছিল ২৭ শতাংশ। অন্যদিকে সার্ভিক্যাল ক্যানসারের হার ১৮ শতাংশ। ক্যানসার ধরা পড়ার পাঁচ বছরের মধ্যে ৩২.৬ লাখ রোগীরা বেঁচে ছিল। এই তথ্যটিও এই দিন রিপোর্টে তুলে ধরে হু।


ভারতীয়দের ক্যানসারের ঝুঁকি কতটা ?


ভারতীয়দের ক্যানসারের ঝুঁকিরও একটি হিসেব করেছে হু। ৭৫ বছর বয়সের কোঠা পেরোনোর আগে ক্যানসারের ঝুঁকি ১০.৬ শতাংশ। এই সময় ক্যানসারে মৃত্যুর হার ৭.২ শতাংশ। তবে সাা বিশ্বের ঝুঁকির থেকে এটি কিছুটা কম। সারা বিশ্বে ৭৫ বছর বয়সের আগে ক্য়ানসারের হার ২০ শতাংশ। মৃত্যুর হার ৯.৬ শতাংশ।


ক্যানসার নিয়ে কেন এই অবস্থা ? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বেশিরভাগ দেশেই স্বাস্থ্য খাতে ক্যানসারের জন্য বরাদ্দ কম। পাশাপাশি প্যালিয়েটিভ কেয়ার বা পেইন রিলেটেড সার্ভিসের জন্যও বরাদ্দের পরিমাণ কম। 


সারা বিশ্বের চেহারা


সারা বিশ্বজুড়েই এই তথ্য় সংগ্রহ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাতে নতুন করে ক্যানসার আক্রান্তের সংখ্যা ২ কোটি। অন্যদিকে মারণরোগে মৃত্যুর সংখ্যা ৯৭ লাখ। এর মধ্যে শতাংশের নিরিখে ভারতে আক্রান্তের হার ৭ শতাংশ। মৃত্যুর হার ১০ শতাংশ। যা রোগের মারাত্মক চেহারার দিকেই ইঙ্গিত করছে। দেখা গিয়েছে, প্রতি পাঁচজনের মধ্যে একজন তাঁর গোটা জীবনকালের মধ্যে একবার ক্যানসারে আক্রান্ত হন। অন্যদিকে প্রতি নয়জন পুরুষের মধ্যে একজন এই রোগে মারা যান। প্রতি ১২ জনের মধ্যে একজন মহিলার এই  রোগে মৃত্যু হয়।


আরও পড়ুন - Diabetes Symptoms: পায়ের ৪ লক্ষণেই ধরা পড়বে সুগার ! কখন সতর্ক হবেন ?