Dev-Jisshu: মেদিনীপুরে শো করতে গিয়ে, ভরা মঞ্চে যীশু হঠাৎ ফোন করে বসলেন দেবকে! তারপর?

Dev and Jisshu: সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, একটি মঞ্চ থেকে যীশু ফোন করছেন দেবকে

Continues below advertisement

কলকাতা: তাঁর বিচ্ছেদ নিয়ে তীব্র জল্পনা চলছে। তবে তিনি এই বিষয়ে একেবারেই মুখ খোলেননি। কাজ নিয়েই ব্যস্ত তিনি। যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। তবে হঠাৎ কী হল যে মেদিনীপুরের প্রচারের অনুষ্ঠানে গিয়ে হঠাৎ তিনি মঞ্চ থেকেই ফোন করে বসলেন দেব (Dev)-কে? এমন কী হল যে দেবের স্মরণাপন্ন হলেন তিনি? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিওটিও। দেবকে ফোন করে কী বললেন যীশু? 

Continues below advertisement

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, একটি মঞ্চ থেকে যীশু ফোন করছেন দেবকে। মঞ্চের সবাই অবাক। হঠাৎ কী হল এক তারকার যে তিনি অপর তারকাকে ফোন করে বসলেন? তবে দেব কথা বলতেই পরিস্কার হয়ে গেল গোটা বিষয়টা। সামনেই মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি 'খাদান'। সেই ছবিরই নতুন গান 'রাজার রাজা' মুক্তি পাবে আগামীকাল। আর সেই গানের প্রচারেরই অভিনব পন্থা বের করেছেন যীশু ও দেব দুজনেই। ফোনে দেব জনান্তির সঙ্গে কথা বলেন। প্রত্যেককে বলেন যে গান মুক্তি পাচ্ছে সেই গানটি দেখতে ও মতামত জানাতে। 

সোশ্যাল মিডিয়ায় এই গানের টিজার শেয়ার করে দেব লিখেছিলেন, 'চলো আবার পুরনো দিনে ফেরা যাক। ১০ বছর পরে আমায় আবার পর্দায় নাচ করতে দেখা যাবে। আশা করি, তোমরা তোমাদের সেই চেনা দেবকে আবার দেখতে পাবে।' সোশ্যাল মিডিয়ায় এই গানের ঝলক দেখেই উচ্ছ্বসিত অনুরাগীরা। একটা সময় অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত নাচ করেন বলেও প্রশংসা পেতেন দেব। তবে গত বেশ কয়েক বছর ধরে দেব যে সিনেমাগুলি করছেন তা অন্য ধারার। সেখানে তাঁকে গানের তালে নাচ করতে দেখা যায় না। অধিকাংশ ক্ষেত্রেই তাঁর চরিত্র অনেকটা পরিণত। তবে এবার, ১০ বছর পরে পর্দায় নাচ করতে দেখা যাবে দেবকে।         

আরও পড়ুন: Abhishek-Aishwariya: অভিষেক ঐশ্বর্য্যকে দাম্পত্য বাঁচাতে কী নিদান দিয়েছিলেন কাজল? ভাইরাল সেই ভিডিও

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola