কলকাতা: আর জি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে গত সোমবারই চার্জ গঠন হয়। আর ঠিক তার এক সপ্তাহের মাথায় শুরু হয়ে গেল বিচার পর্ব। আর এদিন ফের প্রিজ়ন ভ্যান থেকে চিৎকার করল সঞ্জয়। এবার সঞ্জয়ের মুখে বিনীত গোয়েলের নাম। 



আর জি কর মেডিক্য়ালে ধর্ষণ-খুন কাণ্ডের তিন মাস দুদিন পর শিয়ালদহ আদালতে আজ থেকে শুরু হয়েছে মামলার বিচার প্রক্রিয়া। আর এদিন ফের প্রিজ়ন ভ্যান থেকে চিৎকার করে সঞ্জয় রায়। আদালত থেকে বেরনোর সময় সঞ্জয় বলে, "আমি নাম বলে দিচ্ছি। বিনীত গোয়েল, যিনি আছেন ডিসি স্পেশাল ওনারা নিজে আমাকে ফাঁসিয়েছেন। বিনীত গোয়েল, ডিসি স্পেশাল ওনারা নিজেরা সাজিশ করে আমাকে ফাঁসিয়েছেন। আমাকে হুমকি দিয়েছে।''


গত সোমবার শিয়ালদা আদালতে তাঁর বিরুদ্ধে চার্জ গঠন হয়। ভারতীয় ন্যায় সংহিতার ৬৪, ৬৬ ও ১০৩-এর ১ ধারার ওপর ভিত্তি করে চার্জ গঠন হয়। ওইদিন আদালত থেকে তাঁকে নিয়ে যাওয়ার সময় প্রিজন ভ্য়ান থেকে সরকার তাকে ফাঁসাচ্ছে বলে বিস্ফোরক অভিযোগ করে সে। সঞ্জয় বলে, "আমি যখন বলছি, আমার কথা শোনেনি। এতদিন চুপচাপ ছিলাম। আমাকে বিনা কারণে ফাঁসানো হয়েছে। আমার নামে সব কিছু দেওয়া হচ্ছে। আমি কিন্তু রেপ অ্যান্ড মার্ডার করিনি। আমি বললাম। আমাকে সেখানেও কিছু বলতে দেয়নি। সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম। আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না। তুমি কিছু বলবে না। আমায় দিয়ে ডিপার্টমেন্টে আমায় দিয়ে ভয় দেখিয়ে আমাকে এই করেছে। আমি কিন্তু পুরোপুরি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে।''


সোমবার শিয়ালদা আদালতে সাক্ষ্য দেন আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের বাবা। সাক্ষ্যগ্রহণ হয় নিহত চিকিৎসকের প্রতিবেশীর। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে সোমবার আদালতে আসেন নিহত চিকিৎসকের বাবা। প্রায় ৩ ঘণ্টা চলে বিচার পর্ব। শনি ও রবিবার বাদে এবার থেকে রোজ চলবে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া। প্রতিদিন সাক্ষী দেবেন ২ জন। মঙ্গলবার সাক্ষী দেওয়ার জন্য ডাকা হয়েছে ২ জন জুনিয়র ডাক্তারকে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।     


আরও পড়ুন: Tab Money Controversy: ট্যাবের টাকা উধাও, মুখ্যসচিবের উপস্থিতিতে নবান্নে বৈঠক