কলকাতা: কোথাও পুরোদস্তুর অ্যাকশন। কেউ আবার ভূতের মুখোমুখি হয়ে খুঁজবে ভবিষ্যৎ। বক্স অফিসে কেউ আবার অ্যাকশনেই রাখবে ভরসা। ২০২৫-এর প্যান-ইন্ডিয়া রিলিজ এখন থেকেই চর্চায়।
ভূতের ভরসায় ভবিষ্যৎ। সহজ করে বললে, এটাই আসল সারমর্ম। সারা ভারত জুড়েই এখন হরর কমেডির রমরমা। তাই সাফল্যের পথে, এবার প্রভাসও হাত রেখেছেন ভূতের কাঁধে। 'কল্কি'-র পরে প্রভাসের আগামী প্যান ইন্ডিয়ান ফিল্ম 'দ্য রাজা সাব' মুক্তি পেতে চলেছে ২০২৫-এর ১০ এপ্রিল। প্রভাসের সঙ্গে এই ছবিতে অভিনয় করেছেন মালবিকা মোহনান, সঞ্জয় দত্ত, যিশু সেনগুপ্ত, অনুপম খের, ঋদ্ধি কুমার এবং নিধি অগ্রবাল। শোনা যাচ্ছে এই ছবিটিতে অভিনয়ের জন্য প্রভাস নাকি কোনও পারিশ্রমিকই নেননি। তার পরিবর্তে তিনি নির্মাতাদের সঙ্গে প্রফিট শেয়ারিংয়ের চুক্তি করেছেন। প্রভাসের এই রোম্যান্টিক-হরর ছবিটি পরিচালনা করছেন মারুতি দাসারি। সূত্রের খবর, নির্মাতারা 'দ্য রাজা সাব' নামটির বদলে আরও তিনটি নাম বেছে রেখেছিলেন ছবিটির জন্য। রাজা ডিলাক্স, রয়্যাল এবং অ্যাম্বাসাডর। তবে এবছরের শুরুতেই প্রভাস নিজের সোশাল মিডিয়া হ্যান্ডলে 'দ্য রাজা সাব' নামটিকেই চূড়ান্ত করে ছবিটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ্যে আনেন। কিছু অংশের আউটডোর শ্যুটিং বাদে ছবিটির বেশির ভাগ শ্যুটিংই হয়েছে প্রায় ৬ কোটি টাকা ব্যায়ে তৈরি একটি বাংলোর সেটে। লার্জার দ্যান লাইফ অ্যাকশন হিরোর পরিবর্তে প্রভাসকে এই ছবিতে এক্কেবারে নতুন একটি চরিত্রে আবিষ্কার করবেন দর্শকেরা। প্রায় ৪০০ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবিতে কাহিনি এগিয়েছে বিত্তশালী পরিবারের এক তরুণকে ঘিরে। পৈতৃক সম্পত্তি এবং পারিবারিক একটি মহলের উত্তরাধিকার পেলেই তাঁর জীবনে কোনওদিনও অর্থাভাব থাকবে না। এদিকে যে সুবিশাল মহলের দাবি নিয়ে সে স্বপ্ন দেখছে, সেই মহল অধিকার করে বসে রয়েছে ভুতুড়ে চরিত্র রাজা সাব। রাজা সাব কি মহলের উপর থেকে নিজের অধিকার ছাড়বেন? উত্তরের জন্য ১০ এপ্রিল অবধি অপেক্ষা করতেই হবে। মারুতি পরিচালিত 'দ্য রাজা সাব'। হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে।
অ্যাকশনের চ্যালেঞ্জে নিজেই নিজেকে ছাপিয়ে যেতে চান কমল হাসান। মণি রত্নমের আগামী প্যান ইন্ডিয়ান ফিল্ম 'ঠগ লাইফ'-এ কমল হাসানের অ্যাকশন বিদ্যুতের মত ঝলসে উঠবে বড় পর্দায়। ২০২৫-এর ৫ জুন মুক্তি পাবে 'ঠগ লাইফ'। ১৯৮৭ সালে 'নায়কন'-এ অভিনয়ের ৩৭ বছর বাদে আবার মণি রত্নমের পরিচালনায় অভিনয় করলেন কমল হাসান। তাঁর সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, নাসের, সান্য মালহোত্র এবং রোহিত শরাফ।
মুক্তির অপেক্ষায় থাকা প্যান-ইন্ডিয়ান ফিল্মগুলির তালিকায় অন্যতম নাম 'কান্তারা চ্যাপ্টার ওয়ান'। আর বাঙালি দর্শকদের কাছে এবার কান্তারার প্রিক্যুয়েলের অন্যতম আকর্ষণ হয়ে উঠবেন যিশু সেনগুপ্ত। পরিচালক-অভিনেতা ঋষভ শেঠীর সঙ্গে এবার যিশুকেও এই ছবিতে দেখা যাবে বলে খবর সূত্রের। কান্তারা চ্যাপ্টার ওয়ানের শ্যুটিং একটি বাস দুর্ঘটনার কারণে স্থগিত রাখা হয়েছে বলে যে গুঞ্জন উঠেছিল, তা
সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়ে দিয়েছেন নির্মাতারা। কর্ণাটকের উদিপিতে এখন ছবিটির শ্যুটিং চলছে পুরোদমে। শ্যুটিং লোকেশন থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে একটি মিনি বাস দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল, যাতে কান্তারার টিমের প্রায় ২০ জন জুনিয়র আর্টিস্ট ছিলেন। আহত ৬ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে খবর সূত্রের। তবে এই ঘটনায় শ্যুটিং বন্ধ হয়নি বলেই জানানো হয়েছে নির্মাতাদের তরফে। ২০২২ সালে মুক্তি পাওয়া কান্তারা তৈরি হয়েছিল মাত্র ১৬ কোটি টাকায়। আর বক্স অফিসে ছবিটি ব্যবসা করেছিল প্রায় ৪৫০ কোটি টাকা। এবারে কান্তারা চ্যাপ্টার ওয়ানের বাজেট বেড়েছে প্রায় ৭ গুণ। প্রায়
১২৫ কোটি টাকায় তৈরি হচ্ছে ছবিটি। ২০২৩-এর নভেম্বর থেকেই শ্যুটিং শুরু করেছেন ঋষভ শেঠী। ২০২৫-এর ২ অক্টোবর মুক্তি পাবে কান্তারা চ্যাপ্টার ওয়ান। সূত্রের খবর, ইতিমধ্যে কান্তারার দ্বিতীয় ভাগের প্রায় ৭০ শতাংশ শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। ভারতে কন্নড়, হিন্দি, বাংলা, তামিল, তেলুগু, মলয়ালম এবং ইংরেজি - এই সাতটি ভাষায় মুক্তি পাবে ছবিটি।
কান্তারার নির্মাতারা ছবিটির প্রিক্যুয়েলের আগে বড় পর্দায় আনছেন প্যান-ইন্ডিয়ান অ্যানিমেটেড ফিল্ম মহাবতার নরসিংহ। খুব শিগগিরিই থ্রি-ডে মুক্তি পাবে মহাবতার সিরিজের প্রথম এই ছবিটি। মহাবতার নরসিংহের টিজার মুক্তির পরই শোরগোল পড়েছে সোশাল মিডিয়ায়। অন্যদিকে ধনুষ, রশ্মিকা মন্দানা এবং নাগার্জুন। একসঙ্গে, এক ছবিতে। প্যান-ইন্ডিয়া রিলিজের তালিকায় রয়েছে কুবের। জিম সার্ভও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন এই ছবিতে। ছবিটি পরিচালনা করেছেন শেখর কাম্মুলা। সঙ্গীত পরিচালনা করেছেন পুষ্পার সঙ্গীত পরিচালক দেবীশ্রী প্রসাদ।
প্যান-ইন্ডিয়া রিলিজে আগামী বছর নজর কাড়বেন যাঁরা, তাঁদের মাঝে প্রথম সারিতেই থাকছেন নয়নতারা। এবার পুরোদস্তুর অ্যাকশন মোডে। 'রাক্কাই'-এর টিজারেই নয়নতারা বার্তা দিয়েছেন, লড়াইয়ের ময়দানে তিনি একাই একশো। পরিচালক সেন্থিল নালাস্বামীর মেগা বাজেট পিরিয়ড ড্রামায় নয়নতারার লুক ইতিমধ্যেই শোরগোল ফেলে দিয়েছে সোশাল মিডিয়ায়। হিন্দি, তামিল, তেলুগু, মলয়ালম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে রাক্কাই।
রাঘব লরেন্স আর এলভিন এবার একসঙ্গে প্যান ইন্ডিয়ায় পা রাখতে চলেছেন। তাঁদের প্রথম প্যান-ইন্ডিয়ান ফিল্মের নাম বুলেট। ইন্নাসি পান্ডিয়ান পরিচালিত এই ছবিতে পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে রাঘব লরেন্সকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।