কলকাতা: বক্স অফিসের নিরিখে সময়টা মোটেই ভাল যাচ্ছিল না জন আব্রাহামের (John Abraham)-এর। খুব একটি সাফল্য পায়নি তাঁর একের পর এক ছবি। কিন্তু তারপর সবটা বদলে দিল 'পাঠান' (Pathaan)। শাহরুখ খান (Shah Rukh Khan), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অভিনীত এই ছবিতে নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন জন। আর তারপরেই নাকি একের পর এক ছবিতে অভিনয়ের অফার ছেড়ে দিচ্ছেন পর্দার 'জিম'?

  


শোনা যাচ্ছে, 'পাঠান'-এর পরে, সাজিদ খানের সঙ্গে একটি ছবির কাজ করার কথা ছিল জনের। এই ছবিতে জনের সঙ্গে দেখতে পাওয়ার কথা ছিল, নোরা ফতেহি (Nora Fatehi), শেহনাজ গিল (Shehnaaz Gill), রীতেশ দেশমুখ (Ritesh Deshmukh)-কে। তবে এই ছবিতে জনের চরিত্রে ছিল কমেডি চরিত্র। আর তাই, সেই ছবিতে কাজ করতে চাননি জন। আর সেই কারণেই ছবির কথা পায় পাকা হয়ে যাওয়ার পরেও সাজিদের সঙ্গে কাজ করতে চাইছেন না জন।


শুধু সাজিদ খানের এই ছবিটি নয়, জন নাকি ইয়ামলা পাগলা দিওয়ানা ২ (Awara Pagal Deewana 2) ছবিটিও করতে চাইছেন না যশ। সেই ছবিতেও কমিক চরিত্রে অভিনয় করার কথা ছিল জনের। সেই ছবিটিও করতে চাননি জন। তবে এর আগে একাধিকবার জন প্রমাণ করে দিয়েছেন, তিনি যথেষ্ট ভাল অ্যাকশন হিরো। ধুম-এর মতো একাধিক ছবিতে তিনি বার বার প্রমাণ করেছেন, পর্দায় অ্যাকশন দৃশ্য করতে তিনি যথেষ্ট সাবলীল। আর তাই, সম্ভবত কমেডি ছবি ছেড়ে অ্যাকশ ঘরানাতেই মন দিতে চাইছেন জন।


প্রসঙ্গত, ইতিমধ্যেই অ্যামাজন প্রাইম (Amazon Prime) ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'পাঠান'। এই ছবি ইতিমধ্যেই অনেকে দেখে ফেলেছেন বটে, তবে এই ছবির ওটিটি মুক্তির দিকে আলাদা আকর্ষণ রয়েছে দর্শকদের। সাধারণত, 'পাঠান'-এর মতো ছবি, যেখানে গ্রাফিক্সের কাজের গুরুত্ব বেশি, সেগুলি বড়পর্দাতেই দেখতে বেশি ভাল লাগে। মোবাইল বা ল্যাপটপের পর্দায় সেই থিয়েট্রিকাল অনুভূতি নষ্ট হয় বলেই মনে করেন অনেকে। তবে 'পাঠান'-এর ওটিটি মুক্তিতে দর্শক পাচ্ছেন বিশেষ কিছু। 


একথা অজানা নয়, একসময় পাঠান ও বিতর্ক কার্যত মুদ্রার এপিঠ ওপিঠ হয়ে দাঁড়িয়েছিল। মুক্তির আগে একাধিকবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছে এই ছবি। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)-র গেরুয়া পোশাক নিয়ে বিতর্ক থেকে শুরু করে একাধিক দৃশ্য নিয়ে আপত্তি উঠেছিল। ছবি মুক্তির আগে সেই সমস্ত দৃশ্যেই কাঁচি চালিয়েছিল সেন্সর বোর্ড। সেই দৃশ্যগুলি বাদ দেওয়ার পরেই সিনেমাহলে মুক্তির ছাড়পত্র পেয়েছিল 'পাঠান'। তবে ওটিটিতে 'পাঠান'-এর যে ভার্সনটি মুক্তি পেয়েছে, তাতে রয়েছে বাদ যাওয়া সমস্ত দৃশ্য।  


আরও পড়ুন: Vedaant: সাঁতারে ৫টি স্বর্ণপদক জয় ছেলে বেদান্তের, সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত, গর্বিত বাবা মাধবন