বার্লিন: বারো বছরের এক নাবালককে জেহাদের মন্ত্রে অনুপ্রাণিত করে, জার্মানিতে সন্ত্রাস হামলার ছক কষেছিল আইএস। পশ্চিম জার্মানির লুডউইগশ্যাফেনের এক স্থানীয় ক্রিসমাসের বাজারে সম্প্রতি হামলা চালানোর চেষ্টা করে ওই নাবালক। প্রথম চেষ্টায় ব্যর্থ হলে, গত ৫ ডিসেম্বর ফের শহরের এক হলে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করে ওই নাবালক।কিন্তু দুবারই বিস্ফোরকগুলো জ্বালাতে ব্যর্থ হয় ১২ বছরের নাবালক।
অবশেষে শহরের হলের কাছে ব্যাগ ভর্তি বিস্ফোরকগুলো নজরে আসে এক নিত্যযাত্রীর। তত্ক্ষণাত্ সেই নিত্যযাত্রীই পুলিশে খবর দেন। পুলিশ এসে ব্যাগটি নিয়ে যায় এবং তল্লাশি চালিয়ে ওই নাবালককে আটক করে।
জানা গিয়েছে, ওই নাবালকের জার্মানি এবং ইরাকের নাগরিকত্ব রয়েছে। নাবালককে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, সে আইএস-এর মন্ত্রে অনুপ্রাণিত। তাকে এখন নজরদারিতে রাখা হয়েছে। কোনও মামলা দায়ের করা হয়নি নাবালকের বিরুদ্ধে, তার বয়সের কারণে।
বারো বছরের নাবালককে জেহাদের মন্ত্রে অনুপ্রাণিত করে জার্মানিতে সন্ত্রাস হামলার ছক আইএস-এর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Dec 2016 10:03 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -