কলকাতা: ছবি মুক্তি পেতে বিশেষ দেরি নেই। জোর কদমে চলছে প্রচার পর্ব। তারই মাঝে এবার প্রকাশ্যে এল 'ফাটাফাটি' (Fatafati) ছবির নতুন গান 'যতদূর তুমি' (Jotodur Tumi)। প্রকাশ্যে এসেছে গানের লিরিক্যাল ভিডিও (lyrical video)। জাভেদ আলির (Javed Ali) কণ্ঠে এই গান মন ছুঁয়েছে দর্শকের।
প্রকাশ্যে 'ফাটাফাটি' নতুন গান
'উইন্ডোজ' প্রযোজিত নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত 'ফাটাফাটি' অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় তৃতীয় ছবি। এর আগে তাঁর 'ব্রহ্মা জানেন গোপন কম্মোটি' ও 'বাবা বেবি ও...' ছবি দুটি বিপুল প্রশংসিত হয়েছে। এবার দর্শক অপেক্ষায় 'ফাটাফাটি'র। এই ছবির গল্প ফুল্লরা ভাদুড়ি নামক এক দর্জির। গ্রামের দর্জি ফুল্লরা, যাঁর মধ্যে 'ফ্যাশন ডিজাইন'-এর দারুণ বোধ আছে। কিন্তু সেই কাজে তাঁকে প্রতিনিয়ত কটাক্ষের শিকার হতে হয়, কারণ তিনি স্থূলকায়। সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তিনি কি ফ্যাশন ইনফ্লুয়েন্সার হয়ে উঠতে পারবেন?
ছবির নতুন গান 'যতদূর তুমি' তৈরি করেছেন অমিত চট্টোপাধ্যায়। ছবির টাইটেল গান তৈরি করেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। জনপ্রিয় বাংলাদেশি সঙ্গীতশিল্পী চমক হাসানও এই ছবির জন্য গান তৈরি করেছেন ও গেয়েছেন। 'যতদূর তুমি'র গীতিকার ঋতম সেন। গেয়েছেন জনপ্রিয় গায়ক জাভেদ আলি।
এই গান প্রসঙ্গে জাভেদ আলি বলেন, 'কিছুদিন আগেই আমরা ইদ উদযাপন করেছি, আশা করি আপনারা সকলেই আনন্দ করেছেন। আজ, 'ফাটাফাটি' ছবি থেকে আমার নতুন পছন্দের গান 'যতদূর তুমি' মুক্তি পেয়েছে। এই গান ও সিনেমার দুরন্ত সাফল্যের প্রার্থনা করি আল্লাহর কাছে।'
আরও পড়ুন: No Cry Onion: এই পেঁয়াজ কাটলেও চোখে আসে না জল! রয়েছে আরও গুণ, জেনে নিন কী কী?
প্রসঙ্গত, টলিউডের ছবি 'ফাটাফাটি'র ট্রেলার সাড়া ফেলেছে বলিউডেও! প্রশংসায় পঞ্চমুখ ইমরান হাসমি (Emraan Hashmi), অপারশক্তি খুরানা (Aparshaki Khurrana), মঞ্চু ওয়ারিয়র (Manju Warrier), প্রসিড রায় (Prosit Roy), পাভেল গুলাটি (Pavail Gulati), স্বানন্দ কিরকিরে (Swanand Kirkire), পলাশ সেন (Palash Sen) ও অন্যান্যরা। কেবল টলিউড নয়, বলিউডেও কাজ করেছেন ঋতাভরী। আয়ুষ্মান খুরানা থেকে শুরু করে পাভেল গুলাটি, রজত কপূর.. সবার সঙ্গেই ঋতাভরী নজর কেড়েছেন। 'ফাটাফাটি' তাঁর কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি ছবি। কেন? সেই উত্তর বোধহয় ইতিমধ্যে সবারই জানা। এই ছবির কেন্দ্রীয় চরিত্র, ফুল্লরা হয়ে ওঠার সফরটা নেহাৎ সহজ ছিল না ঋতাভরীর কাছে। একটা বড়সড় শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। ২৫ কেজি ওজন বাড়িয়ে এক্কেবারে অচেনা লুকে সিনেমার পর্দায় ধরা দিয়েছিলেন ঋতাভরী।