মারধর, গালিগালাজ, হুমকি দেওয়ার অভিযোগ, সলমন খানের বিরুদ্ধে মামলা এক সাংবাদিকের
Web Desk, ABP Ananda | 25 Jun 2019 09:54 PM (IST)
১২ জুলাই আন্ধেরির আদালতে এই মামলার শুনানি হবে।
মুম্বই: মুম্বইয়ের রাস্তায় ছবি তোলা নিয়ে বচসার জেরে মারধর, গালিগালাজ করা এবং হুমকি দেওয়ার অভিযোগে বলিউড তারকা সলমন খান ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে মামলা দায়ের করলেন এক সাংবাদিক। ১২ জুলাই আন্ধেরির আদালতে এই মামলার শুনানি হবে। অশোক পাণ্ডে নামে ওই সাংবাদিকের অভিযোগ, গত ২৪ এপ্রিল তিনি ও সঙ্গী চিত্র সাংবাদিক সইদ ইরফান গাড়ি নিয়ে মুম্বইয়ের জুহু থেকে কান্দাভালি যাচ্ছিলেন। সেই সময় তাঁরা দেখতে পান, সলমন সাইকেল চালাচ্ছেন। তাঁর দুই সঙ্গী ছবি তোলার অনুমতি দেন। কিন্তু ছবি তোলা শুরু করতেই সলমনের নির্দেশে তাঁর দুই সঙ্গী এসে মারধর শুরু করেন। সলমনও এসে অশোকের মোবাইল ফোন কেড়ে নিয়ে তাঁর ছবি মুছে দেওয়ার চেষ্টা করেন। এমনকী, থানায় যাওয়ার চেষ্টা করতে ফের হামলা চালান সলমন। অশোক আরও জানিয়েছেন, তিনি ডি এন নগর থানায় সলমন, বিজয় ও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কিন্তু প্রায় দু’মাস পরে পুলিশ জানায়, সলমনের বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি। এরই মধ্যে সলমনের এক সঙ্গী জোহাইব ফোন করে অপরাধের কথা স্বীকার করে বিষয়টি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেন। কিন্তু অশোক সেই প্রস্তাবে রাজি হননি। তিনি মামলা দায়ের করেন।