সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিতর্ক চলাকালীন প্রথমে ইমতিয়াজকে হুঁশিয়ারি দেন সিয়াল। এরপরেই তিনি ধাক্কা মেরে ফেলে দেন ওই সাংবাদিককে। তিনিও উঠে দাঁড়িয়ে সিয়ালের সঙ্গে মারপিট শুরু করে দেন। ওই বিতর্ক অনুষ্ঠানে অন্যান্য অতিথি এবং সংশ্লিষ্ট চ্যানেলের কর্মীরা মারামারি থামান। দেখুন, টিভি শো চলাকালীন করাচি প্রেস ক্লাবের প্রেসিডেন্টের সঙ্গে হাতাহাতি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি নেতার
Web Desk, ABP Ananda | 25 Jun 2019 07:43 PM (IST)
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিতর্ক চলাকালীন প্রথমে ইমতিয়াজকে হুঁশিয়ারি দেন সিয়াল। এরপরেই তিনি ধাক্কা মেরে ফেলে দেন ওই সাংবাদিককে।
করাচি: একটি টেলিভিশন চ্যানেলে বিতর্ক চলাকালীন করাচি প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ইমতিয়াজ খানের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি নেতা মশরুর আলি সিয়াল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। অনেকেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দলের নেতার আচরণের নিন্দায় সরব।