কলকাতা: তিলোত্তমার জন্য মন ভাল নেই শহর কলকাতার। রাস্তায় রাস্তায় প্রতিবাদ, রাত দখল। রোজই প্রতিবাদে রাস্তায় নামছেন শহরের মানুষ। আর এই আবহে, সাংস্কৃতিক পরিবেশ, গান শোনার ঠিক মন নেই কারোরই। আর সেই কথা মাথায় রেখেই, বিড়লা সভাঘরে আয়োজিত সঙ্গীতানুষ্ঠান স্থগিত করলেন জয় সরকার ও লোপামুদ্রা মিত্র। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই কথা জানিয়েছেন লোপামুদ্রা নিজেই। 


সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লোপামুদ্রা লিখেছেন, 'তিলোত্তমার জন্য আমরা কেউ ভালো নেই। এই মানসিক অবস্থায়, সব ভুলে হই হই করে গান-বাজনা করায় মন দিতে পারছি না আমরা। আমরা সংগীতশিল্পী , যন্ত্রশিল্পী । আমাদের কাজ মানুষকে ভালো রাখা। দীর্ঘ ৩০ বছর যাবৎ অক্লান্ত পরিশ্রম করে , আমি , জয় এই কাজই করে চলেছি। আমাদের সাথে জড়িয়ে আছে আরোও অনেকগুলো মানুষের পেশা, রুজি-রোজগার । তবু, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪, জয়-লোপা এক্সপ্রেস চলবে না।'


লোপমুদ্রা আজও জানিয়েছেন, যাঁরা অনলাইনে টিকিট কেটেছেন, তাঁদের টাকা সরাসরি অ্যাকাউন্টে চলে যাবে। অন্যদিকে যাঁরা অফলাইনে টিকিট কেটেছেন, তাঁরা টাকা অফলাইনে এসেই ফেরৎ নিয়ে যেতে পারেন। অনুষ্ঠান বাতিল করার কারণে দুঃখপ্রকাশ করেছেন জয় ও লোপামুদ্রা দুজনেই। তবে বর্তমান পরিস্থিতিতে সঙ্গীতানুষ্ঠান করার মতো মানসিক পরিস্থিতি নেই বলেই জানিয়েছেন তাঁরা। কোনও অসুবিধা হলে যোগাযোগ করার জন্য ফোন নম্বরও দিয়েছেন তাঁরা। 


প্রসঙ্গত, গতকাল অর্থাৎ সোমবার রাাত দখলে হাজির হয়েছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রীরা। যাদবপুর থেকে শুরু করে শ্যামবাজার পাঁচ মাথার মোড়.. সব জায়গাতেই প্রতিবাদে সামিল হয়েছিলেন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষেরা। স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার, থেকে শুরু করে একাধিক অভিনেতা অভিনেত্রীরাই এদিন রাস্তায় ছিলেন। রাতভর চলে প্রতিবাদ সমাবেশ। সামিল হয়েছিলেন হাজার হাজার মানুষ।


 


 






আরও পড়ুন: Sneha on Raat Dokho: রাত দখলের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কটাক্ষের শিকার অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।