কলকাতা: সলিল চৌধুরী। গানের জগতের এই ধ্রুবতারার গতকাল ছিল জন্মদিন। এমন একটা দিনে প্রয়াত সঙ্গীতকারকে অভিনবভাবে শ্রদ্ধা জানালেন বাংলা গানের সুরকার জয় সরকার। সলিল চৌধুরীর লেখা, সুর দেওয়া ও নিজের গলায় গাওয়া ১৯৭৮-এর এই রোকো গানটি ‘অ্যাকাপেলা’ মোডে গাইলেন জয়।
সলিল চৌধুরীর সুরে সেই সময়কার সমস্ত বিখ্যাত শিল্পীই গান করেছেন। কিন্তু তাঁর নিজের গলায় গাওয়া এই রোকো গানটি শ্রোতাদের কাছে ছিল একটা চমক।
৩৯ বছর আগের এই গানটি নববিন্যাসে গাইলেন জয়। একে বলে ‘অ্যাকাপেলা’। অর্থাত্ গানের সমস্ত সঙ্গত বা মিউজিক মুখে মুখেই বাজিয়েছেন জয়।
বাংলায় খুব বেশি শোনা না গেলেও এ আর রহমান ‘থিরুডা থিরুডা’ সিনেমায় ‘রাসাথি’ গানটি এভাবেই তৈরি করেছিলেন।
জয় সলিল চৌধুরীর এই রোকো গানটি অ্যাকাপেলায় রেকর্ডিং করিয়েছেন।
হঠাত্ অ্যাকাপেলা?এর উত্তরে জয় বলেছেন, হঠাত্ নয়,এক বছর আগেই এটা ভেবেছিলেন তিনি। কীভাবে করা যায়, তা ভাবছিলেন।
জয় জানিয়েছেন, ‘মূল গানটা অবিকৃত রেখে বাকি অংশগুলো ট্র্যাকে রেকর্ডিং করলাম। গানটা শুনতে সহজ মনে হলেও কঠিন কম্পোজিশন। সঙ্গীত প্রতিভা সলিলবাবুর জন্মদিনে এটাই আমার সশ্রদ্ধ নিবেদন’।