কলকাতা: থিয়েটার.. তারপর সিনেমা... জয় সেনগুপ্তের (Joy Sengupta) অভিনয় জগতের সফর শুরু হয়েছিল এভাবেই। ওঠাপড়া এসেছে, হয়েছে বিভিন্ন অভিজ্ঞতাও। নতুন ছবি 'সিটি অফ জ্যাকেলস' (City of Jackals)-এর মুক্তির পরে এবিপি লাইভকে (ABP Live)-কে ছবিতে কাজ করার গল্প শোনালেন জয় সেনগুপ্ত।
এই ছবির শ্যুটিং হয়েছে ২ ভাগে। কোভিড পরিস্থিতির কারণে বন্ধ ছিল শ্যুটিং। জয় বলছেন, 'এই ছবিটা কার্যত একটা জিরো বাজেট ছবি। অন্যান্য ছবিতে যেভাবে কাজ হয়, এখানে সম্পূর্ণ উল্টো। ভাগাড়, রেললাইনের ধার হোক বা বস্তি, সমস্ত আসল লোকেশনে শ্যুটিং করেছি আমরা। বিশ্রাম নেওয়ারও জায়গা ছিল না। সিনেমায় রেল লাইনের ধারে আমার যে ছোট্ট কুটিরটা দেখানো হয়েছে, আমি শ্যুটিংয়ের সময় সারাদিন ওখানেই বসেছি, থেকেছি, খাওয়া-দাওয়া করেছি। আলাদা করে অভিনয় করার প্রয়োজন হয়নি। ওই পরিস্থিতিতে থাকতে থাকতে যেন নিজেরাই চরিত্র হয়ে উঠেছিলাম।'
আরও পড়ুন: Ritabhari Chakraborty: গোয়ার সমুদ্রতট ভ্রমণে পাশ্চাত্য পোশাক নয়, ঋতাভরী সাজলেন শাড়িতে!
এই ছবির চিত্রনাট্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল জয়কে? অভিনেতা বলছেন, 'আমার সবচেয়ে ভাল লেগেছিল সুজিত দত্ত মানে পরিচালক রিনোর গল্প বলার পদ্ধতিটা। আমাদের ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ গল্পই ভাবা হয় মধ্যবিত্তদের দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু এই গল্প একেবারে নিম্নবিত্তদের দৃষ্টিভঙ্গি থেকে বলা হয়েছে।'
থিয়েটার থেকে অভিনয়ে পা, তারপর সিনেমা। জয়কে থিয়েটারের শিক্ষা কী সিনেমায় সুবিধা করে দেয়? অভিনেতা বলছেন, 'অনেকেই থিয়েটার না শিখে সরাসরি সিনেমায় এসেছেন। তাঁরা খুব ভাল কাজ শিখেছেন, করেওছেন। প্রত্যেক চরিত্রই আমাদের কিছু না কিছু শিখিয়ে দিয়ে যায়। সিনেমা ও থিয়েটার দুটো আলাদা মাধ্যম। তবে থিয়েটার অভিনয় শেখানোর সঙ্গে সঙ্গে একটা জীবনবোধও তৈরি করে। পরবর্তীকালে সেই জীবনবোধ দিয়েই শিল্পী চরিত্রদের বিশ্লেষণ করে।'