কলকাতা: ইতিমধ্যেই 'আরআরআর'(RRR) ছবিতে একসঙ্গে কাজ করেছেন জুনিয়র এনটিআর ও আলিয়া ভট্ট (Alia Bhatt)। আর এবার জুনিয়র এনটিআরের বাচ্চাদের জন্য় বিশেষ উপহার পাঠালেন অভিনেত্রী। জানা যাচ্ছে, আলিয়া ভট্টের  যে নিজস্ব বাচ্চাদের পোশাকের ব্র্য়ান্ড আছে, সেখাই থেকেই পোশাক উপহার দিয়েছেন এই বিটাউন সুন্দরী। আর তাতেই বেশ খুশি জুনিয়র এনটিআর। নিজের ইন্স্টাগ্রামে ছবি পোস্ট করে এই খবর তাঁর ভক্তদের সঙ্গে শেয়ারও করলেন এই দক্ষিণী তারকা। 


তবে শুধু পোশাকই নয়, জুনিয়র এনটিআরের দুই সন্তান, অভয় এবং ভার্গবে(Alia Bhatt)র জন্য় বিশেষভাবে ডিজাইন করা ব্য়াগও পাঠিয়েছেন রনবীর ঘরণী। উপহারে খুশি হয়ে অভিনেতা মজার ছলে জানান তাঁর এমন উপহার চাই। যার উত্তরে আলিয়া (Alia Bhatt) জানান, যে তিনি তাঁর জন্য় বিশেষ কিছু তৈরি করে দেবেন।


অভয় এবং ভার্গবের জন্য় বিশেষভাবে ডিজাইন করা ব্য়াগটিতে শিশুদের আঁকা ছবি ছিল এবং ছিল বিশেষ বার্তাও।


আলিয়া (Alia Bhatt) এই পোশাকের ব্র্যান্ডটি দুই থেকে চোদ্দ বছর বয়সী শিশুদের জন্য প্রাকৃতিকভাবে পোশাক তৈরি করে। এই ব্র্য়ান্ডের উদ্বোধনের দিন তিনি জানিয়েছিলেন যে, "এটি সমগ্র বিশ্বের জন্য একটি বড় অনিশ্চয়তার সময়। মহাবিশ্ব আমাদের একটি বার্তা পাঠাচ্ছে, আমরা যদি প্রকৃতির সঙ্গে তালমিলিয়ে চলতে না পারি,তাহলে আমাদের সবাইকে তার মূল্য দিতে হবে। আমাদের প্রকৃতির সঙ্গে সহাবস্থান করতে হবে ও আমাদের সর্বোতভাবে প্রকৃতির যত্ন নিতে হবে।'


আরও পড়ুন...


Rajkumar Rao on Sonam Kapoor: স্টারকিড হওয়া সত্ত্বেও সোনম একজন খাঁটি মনের মানুষ: রাজকুমার রাও


প্রসঙ্গত 'আরআরআর'(RRR) ছবির গান 'নাটু নাটু' অস্কার জিতেছে। আর অস্কার জিতে দেশের মাটিতে ফেরার পরই অভিনেতা রাম চরণ, গায়ক রাহুল সিপলিগঞ্জকে পুষ্পবৃষ্টি, ফুল, মালার মাধ্যমে উষ্ণ অভিনন্দন জানানো হয় হায়দরাবাদ বিমানবন্দরে। 


অস্কারের পর ফের নতুন রেকর্ড গড়েছে এস এস রাজমৌলির এই ম্যাগনাম ওপাস। সূত্রের খবর অনুযায়ী, জাপানে এবার সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হয়ে উঠেছে এই ছবি। গত ২১ অক্টোবর জাপানে মুক্তি পায় 'আর আর আর'। জাপানের ৪৪টি শহরের ২০৯টি স্ক্রীন এবং ৩১টি আইম্যাক্সে রমরম করে চলছে রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত এই ছবি। শোনা যাচ্ছে, এরইমধ্য়ে জাপানে ৮০ কোটির ব্য়বসা করে ফেলেছে ছবিটি।