কলকাতা: তিনি টলিউডের 'ইন্ডাস্ট্রি'। তবে ২০২১ সাল থেকেই বলিউডে পা রাখার কথা প্রকাশ্যে এসেছিল তাঁর। কিন্তু কে জানত, বলিউডে পা রেখেই, বলিউডের জন্মের গল্প বলবেন তিনি। আজ প্রকাশ্যে এল 'জুবলি'-তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) প্রথম লুক। এবার তিনি নিজেই শোনাবেন স্বাধীনতার পরবর্তী সময় বলিউড তৈরির ইতিহাস। সঙ্গে রয়েছে অদিতি রাও হায়দরি (Aditi Rao Hydari) ও অপারশক্তি খুরাণা। পরিচালক বিক্রমাদিত্য মোতয়ানে। সিরিজের নাম জুবলি (Jubilee)।
বলিউডে 'টলিউডের ইন্ডাস্ট্রি'
স্বাধীনতার পরবর্তী সময় একরাশ স্বপ্ন নিয়ে তৈরি এই বলিউড (Bollywood) সেই বলিউডের শুরুর ইতিহাসকে তুলে ধরবে। যদিও পুরোটাই কাল্পনিক। ছবির চিত্রনাট্যে তৈরি করেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে ও সৌমিক সেন। ২৯ তারিখ রাতে প্রযোজনা সংস্থার তরফ থেকে প্রকাশ্যে আনা হয়েছিল অভিনেতার লুক। এরপর নিজের লুকের ছবি নিজেই পোস্ট করেন বুম্বাদা।
হাতে চুরুট, আধো অন্ধকারে একটি সোফায় বসে রয়েছেন প্রসেনজিৎ। তাঁর চোখে গভীর চাহনি। সোশ্যাল মিডিয়ায় এই লুক প্রকাশ করেছেন অভিনেতা নিজেই।
আরও পড়ুন: কার সঙ্গে সমুদ্রে ছুটি কাটাচ্ছেন বিবৃতি চট্টোপাধ্যায়? নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও
অন্যদিকে, বড়পর্দায় বাবা মেয়ের জুটি হয়ে আসতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। ছবির নাম 'আয় খুকু আয়' (Aay Khuku Aay)। মুক্তি পেল ছবির টিজার। ছবির নাম ঘোষণা ও লুক প্রকাশ পেয়েছিল আগেই। সৌভিক কুন্ডু (Sauvik Kundu) পরিচালিত 'আয় খুকু আয়' ছবির টিজার মুক্তি পেয়েছে নববর্ষের দিন। শুরুতেই এক শিশুকণ্ঠ শোনা যাচ্ছে। 'বুম্বা আঙ্কল'-এর ছবির তালিকা জিজ্ঞেস করায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গলায় সলজ্জ উত্তর, 'সে কি আর গুনে রেখেছি রে? মনেও থাকে না সব।' এরপরই উঠে আসে এক বাবার গল্প। তাঁর সঙ্গে একমাত্র মেয়ের সম্পর্কের গল্প। কারণ তাঁর মতে সব চরিত্র 'ভোলা যায় না'। বুম্বা দাকে বলে যেতে শোনা যায়, 'কিছু চরিত্র থাকে যারা ছেড়ে যেতে চায় না, আমাকে, সারা জীবন।'
এমনই এক বাবা-মেয়ের চরিত্রের গল্প বলবে 'আয় খুকু আয়'। মেয়ের জন্য পায়েস তৈরি থেকে তার চুল বেঁধে দেওয়া, তার যত্ন নেওয়া, সবই করতে দেখা যায় এই বাবাকে।
" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">