ঢাকা: বাংলাদেশে ধর্মনিরপেক্ষ ব্লগার এবং পাবলিশার খুনের অন্যতম চক্রী ইসলামীয় জঙ্গি গোষ্ঠীর নেতা গ্রেফতার।


গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার জানিয়েছেন, খাইরুল ইসলাম ওরফে ফাহিম নামে ওই জঙ্গি নেতাকে ঢাকার কমলপুর রেল স্টেশন থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফইজল আরফিন দীপন এবং ব্লগার নিলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় সহ একাধিক ধর্মনিরপেক্ষ সমাজকর্মী এবং বিদেশী খুনের ঘটনায় এবং বিভিন্ন হামলার ঘটনায় অন্যতম মাথা ছিল খাইরুল।

ঢাকা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ব্লগার এবং পাবলিশার খুনের কথা কবুল করেছে ফাহিম ওরফে খাইরুল। ২০১৩ সালে আনসার আল ইসলাম বা আনসারুল্লাহ বাংলা টিম(এবিটি) জঙ্গি দলে যোগ দেয় সে। লেখক এবং এই ব্লগার খুনের দায় স্বীকার করেছিল এই দল।

প্রসঙ্গত, ২০১৫-র ৩১ অক্টোবর ঢাকা শাহবাগে প্রকাশ্য দিবালোকে খুন হন প্রকাশনা সংস্থার মালিক দীপন। গত বছরই অগাস্টে ঢাকায় খুন করা হয় ব্লগার নিলয়কে।