মুম্বই: এবার বলিউড ছবি ‘হাউসফুল-৪’ এর সেটে শ্যুট চলাকালেই শ্লীলতাহানির ঘটনা ঘটল। অভিযোগ আনলেন এক জুনিয়র আর্টিস্ট। ওই শিল্পীর দাবি বৃহস্পতিবার রাতে শ্লীলতাহানির ঘটনাটি ঘটে। নির্যাতিতা এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে তাঁর সঙ্গে বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া ঘটনার কথা জানান।




মেয়েটি তাঁর অভিযোগে জানিয়েছেন, তিনি শ্যুটিং সেটে তাঁর সহকর্মীর সঙ্গে বসে কথা বলছিলেন। আচমকাই সেখানে পবন শেট্টি এবং সাগর নামে দুই ব্যক্তি আসেন। তাঁদের সঙ্গে ছিলেন আরও চারজন। নির্যাতিতার বন্ধুর সঙ্গে আচমকাই অশ্লীল আচরণ করা শুরু করেন ওই ছেলেগুলো। বন্ধুকে বাঁচাতে গেলে ওই জুনিয়র আর্টিস্টের সঙ্গে খারাপ ব্যবহার করেন সাগর, পবন সহ অন্য চার ব্যক্তি। মেয়েটির অভিযোগ তাঁর গোপনাঙ্গে পর্যন্ত হাত দেন তাঁরা।

এরপর মেয়েটি চিতকার করলে, প্রডাকশনের অন্য লোকজন সহ অভিনেতা অক্ষয় কুমার এবং রীতেশ দেশমুখ বেরিয়ে আসেন। তাঁরাই এসে মেয়েটিকে ওই ছেলেগুলোর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করতে বলেন। প্রযোজনা সংস্থার লোকজনকে দেখতে পেয়ে ছেলেগুলো ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন মেয়েটি। এই ঘটনায় থানায় এফআইআর দায়েরও করা হয়েছে।