কলকাতা: সদ্য প্রয়াত হয়েছেন জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ বা কে কে (K K)। কলকাতায় একটি গানের অনুষ্ঠানে এসেছিলেন। অনুষ্ঠান চলাকালীনই অসুস্থ বোধ করতে থাকেন। শো চলাকালীন বারবার বলছিলেন যে, তাঁর শরীর খারাপ লাগছে। গরম লাগার কথাও জানান তিনি। অসুস্থ বোধ করায় ফিরে যান হোটেলে। সেখানেও অসুস্থ বোধ করেন। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারী হাসপাতালে। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জনপ্রিয় গায়ক কে কে-র প্রয়াণে (K K Demise ) শোকে বিহ্বল বিনোদন জগত। শোক প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছেন তারকা থেকে অনুরাগীরা। 


হিন্দি, বাংলাসহ একাধিক ভাষায় গান গেয়েছেন কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath)। বেশিরভাগ অনুরাগীরা তাঁকে কে কে নামেই চিনতেন। গায়কের প্রয়াণে অনুরাগীদের কানে বারবার যেন বেজে উঠছে তাঁর গাওয়া একের পর এক জনপ্রিয় গান। একনজরে দেখে নেওয়া যাক কে কে-র সম্পর্কে অজানা কিছু তথ্য।


কে কে-র অজানা তথ্য-


বিভিন্ন তথ্য অনুসারে জানা যায়, কে কে-র সঙ্গীত জীবন শুরু হয়েছিল তাঁর মায়ের মালয়ালি গান শুনে। যা রেকর্ড করেছিলেন তাঁর নানা। স্কুল জীবনে 'শোলে' ছবির 'মেহবুবা' গানটি শুনতে খুব পছন্দ করতেন তিনি। খুব অল্প বয়স থেকেই স্টেজে পারফর্ম করা শুরু করেন। জানা যায়, তিনি যখন দ্বিতীয় শ্রেনীতে পড়তেন, তখন তিনি প্রথমবার স্টেজে পারফর্ম করেন। সঙ্গীতকেই নিজের কেরিয়ার করে তুলতে চেয়েছিলেন বরাবর।  'রাজা রানি' ছবিতে 'যব আন্ধেরা হোতা হ্যায়' গান গেয়ে অত্যন্ত প্রশংসিত হন।


ছোটবেলার প্রেমিকা জ্যোতি কৃষ্ণাকে বিয়ে করেন কে কে। জানা যায়, বলিউডে কাজ করার আগে বেশ কয়েক মাস সেলসম্যানের চাকরিও করেন তিনি। পরিবারের আর্থিক অবণতির জন্য এই চাকরি করেন তিনি। যদিও মাস ছয়েক সেলসম্যানের চাকরি করার পর তিনি পাড়ি দেন মুম্বই। সেখানে প্রথমে বেশ কিছুটা সময় প্লেব্যাকের সুযোগ পাননি কে কে। সেই সময়টা প্রায় সাড়ে তিন হাজার জিঙ্গলসে গেয়েছিলেন।


আরও পড়ুন - KK Demise: কীভাবে সঙ্গীতজগতে পা রেখেছিলেন সদ্য প্রয়াত গায়ক কে কে?


কে কে-র প্রথম বলিউড ব্রেক ছিল 'হম দিল দে চুকে সনম' ছবির 'তড়প তড়প' গানটি। এই গানের জনপ্রিয়তা সম্পর্কে বলাই বাহুল্য। গান এবং ছবির সঙ্গে জনপ্রিয় হয়ে ওঠে কে কে। এরপর একের পর এক ছবিতে হিট গান উপহার দিয়েছেন দর্শকদের। বলিউড অভিনেতা ইমরান হাশমি তাঁর গাওয়া বহু গানে ঠোঁট মিলিয়েছেন। স্টেজ পারফরম্যান্সেও দারুণ জনপ্রিয় কে কে। তাই তো বিভিন্ন অনুষ্ঠানে দর্শকদের অন্যতম আকর্ষণ ছিল কে কে-র পারফরম্যান্স। সেই স্টেজ পারফরম্যান্স শেষ করেই না ফেরার দেশে চলে গেলেন জনপ্রিয় এই গায়ক।