মুম্বই: মাত্র দুটো সপ্তাহ হয়েছে মুক্তি পেয়েছে 'ভুলভুলাইয়া টু' (Bhool Bhulaiyaa 2)। বলিউড তারকা কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) আগের ছবি 'ধামাকা' ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেলেও 'ভুলভুলাইয়া টু' মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। হরর কমেডি এই ছবির প্রথমভাগের সাফল্যের পর স্বাভাবিকবাবেই দর্শকদের প্রত্যাশা অনেক বেশি ছিল। আর সেই প্রত্যাশারই প্রভাব পড়েছে বক্স অফিস কালেকশনে। ইতিমধ্যেই একশো কোটির ক্লাবে পৌঁছে গিয়েছে এই ছবি। পাশাপাশি নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে কার্তিক আরিয়ানের জনপ্রিয় জিক জ্যাক স্টেপ। তবে, এবার নেট মাধ্যমে ঝড় তুলেছে এই ছবির গান 'আমি যে তোমার' (Ami Je Tomar)।
মুক্তি পেতেই ট্রেন্ডিং 'আমি যে তোমার'-
সদ্য কয়েকদিন আগেই নেট দুনিয়ায় মুক্তি পেয়েছে 'ভুলভুলাইয়া টু' ছবির গান 'আমি যে তোমার'। এই গান মুক্তির জন্য কলকাতায় এসেছিলেন কার্তিক আরিয়ান। অক্ষয় কুমার, বিদ্যা বালান, সাইনি আহুজা, আমিশা পটেল অভিনীত 'ভুলভুলাইয়া' ছবির অত্যন্ত জনপ্রিয় গান ছিল 'আমি যে তোমার'। এই গানে হাড়হিম করা লুকে ভয় ধরায় 'মঞ্জুলিকা'। 'ভুলভুলাইয়া টু' ছবিতেও রাখা হয়েছে 'আমি যে তোমার' গানটি। তবে, এই গানে অভিনীত চরিত্রে বদল এসেছে। আগে বিদ্যা বালানকে দেখা গেলেও সিক্যুয়েলে দেখা গিয়েছে কার্তিক আরিয়ানকে। আর নেট মাধ্যমে মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়া ট্রেন্ডিং এই গান। ইতিমধ্যেই এই গানের ভিউ ছাড়িয়েছে ৭৮ লক্ষেরও বেশি।
আরও পড়ুন - Brahmastra Teaser: প্রকাশ্যে 'ব্রহ্মাস্ত্র' ছবির টিজার, রণবীর-আলিয়া-অমিতাভের পাশে নজর কাড়লেন মৌনী
প্রসঙ্গত, 'ভুলভুলাইয়া টু' ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণী এবং তব্বুকে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কাড়ছেন রাজপাল যাদব, সঞ্জয় মিশ্র প্রমুখ অভিনেতারা। ছবির ট্রেলার, টিজার থেকে মোশন পোস্টার সমস্ত কিছুতেই প্রকাশ্যে এসেছে ভয় ধরানো লুক। আর এবার 'আমি যে তোমার' গানে কার্যত অনুরাগীদের চমক দিলেন কার্তিক।