কলকাতা: কে কে-র (K K) প্রয়াণে শোকবিহ্বল আর এক গায়ক শান (Shaan)। মানতেই পারছেন না যে তাঁর 'রকস্টার ভাই' আর নেই। কৃষ্ণকুমার কুন্নথের প্রয়াণে (K K Demise) সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন শান। যাতে দেখা যাচ্ছে, কোনও একটি অনুষ্ঠানে শান এবং কে কে একসঙ্গে পারফর্ম করছেন। ভিডিও পোস্ট করে শোকজ্ঞাপন করেছেন শান।


কে কে-র প্রয়াণে শানের শোকবার্তা-


এদিন শানের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ফুটে উঠেছে গভীর শোক। দুটি পোস্ট করেছেন শান। একটিতে দেখা যাচ্ছে স্টেজে একসঙ্গে পারফর্ম করছেন শান এবং কে কে। 'হম রহে ইয়া না রহে কাল' গানটি তাঁরা দুজনে একসঙ্গে গাইছেন। ভিডিও পোস্ট করে শান লেখেন, 'ভাবতেই পারছি না আমি এটা পোস্ট করছি। কখনও স্বপ্নেও ভাবিনি এই পোস্ট আমাকে করতে হবে। কে কে চিরকালের জন্য। ও বাঁচত, বাঁচতে ভালোবাসত। আর ওর হাসি এবং ওর গান যা আর কারও নেই। সবসময় যা করত মন থেকে করত। আমার ভাই রকস্টার। চিরকালের জন্য।'



আরও পড়ুন - KK Demise: 'হম রহে ইয়া না রহে কাল', একনজরে কেকের সঙ্গীতজীবন


গতকাল নজরুল মঞ্চে গুরুদাস কলেজের অনুষ্ঠানে এসে গান গাওয়ার সময় অসুস্থ বোধ করেন কে কে। সূত্রের খবর, অনুষ্ঠানের সময় স্পট লাইট অফ করতে বলেছিলেন গায়ক। অনুষ্ঠান-বিরতিতে ব্যাক স্টেজে বিশ্রামও নেন তিনি। এরপর থেকে হোটেলে ফিরে যান কে কে। সেখান থেকে CMRI হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ১৯৬৮-র ২৩ অগাস্ট, দিল্লিতে জন্ম কৃষ্ণকুমার কুন্নথের। সঙ্গীত দুনিয়ায় কে কে নামেই পরিচিতি পেয়েছিলেন তিনি। কিরোরি মল কলেজের প্রাক্তনী কে কে নিজের গানের জাদুতেই অসংখ্য অনুরাগীর হৃদয় জয় করেছেন। বলিউডে বহু প্লে-ব্যাক করেছেন।হিন্দি ছাড়াও বাংলা, তামিল, তেলুগু, কন্নড়, গুজরাতি, মারাঠী ভাষাতেও বহু গান গেয়েছেন। ইন্ডিয়ান পপ, রক মিউজিকে আলাদা করে নিজের পরিচিতি তৈরি করেছিলেন কেকে।