নয়াদিল্লি: দেশে করোনা গ্রাফের (Corona) ওঠানামা চলছেই। ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছুঁইছুঁই। তবে কমল দৈনিক মৃত্যু (Corona Death)। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৪৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৩৩৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৯। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৬৩৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩১ লক্ষ ৬০ হাজার ৮৩২।  


মাঙ্কিপক্স: করোনার পর এবার ব্রিটেনে বাড়ছে মাঙ্কি পক্সের প্রকোপ। ৭১ জনের শরীরে মিলল সংক্রমণ। এই নিয়ে ব্রিটেনে মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৭৯। করোনা থেকে এখনও পুরোপুরি স্বস্তি মেলেনি। এর মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি পক্স! তথ্য বলছে, বিশ্বের ২০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ব্যধি। আগামীদিনে আরও ছড়াবে বলে আশঙ্কাপ্রকাশ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।


করোনা (Novel Coronavirus) থেকে এখনও পুরোপুরি স্বস্তি মেলেনি। এর মাঝেই উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স (MonkeyPox)। তথ্য বলছে, বিশ্বের ২১৯টি দেশে ছড়িয়ে পড়েছে এই ব্যধি। আগামীদিনে আরও ছড়াবে বলে আশঙ্কাপ্রকাশ করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। তাই মাঙ্কিপক্স নিয়ে সতর্ক কেন্দ্রও। আগেই রাজ্যগুলিকে সাবধান করেছিল,  এ বার নির্দেশিকা (Monkeypox Guidelines) প্রকাশ করল পশ্চিমবঙ্গ স্বাস্থ্য় দফতর (West Bengal Health Department)। 


অন্যদিকে চিনে (China) বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে এশিয়ান গেমস (Asian Games) স্থগিত রাখার সিদ্ধান্ত। অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হচ্ছে এই প্রতিযোগিতা। সেপ্টেম্বরে চিনের হাংঝৌয়ে এই টুর্নামেন্টের আসর বসার কথা ছিল।


গেমস কর্তৃপক্ষের এক অফিসিয়াল ওয়েবসাইট উদ্ধৃত করে চিনের সংবাদমাধ্যম জানিয়েছে, সেপ্টেম্বরের ১০ থেকে ২৫ তারিখ পর্যন্ত চিনের হাংঝৌং প্রদেশে অনুষ্ঠিত হওয়ার কথা ১৯তম এশিয়ান গেমসের। কিন্তু, এশিয়ার অলিম্পিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, এই টুর্নামেন্ট স্থগিত রাখা হবে। এই প্রতিযোগিতার নতুন দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে।


আরও পড়ুন: Monkeypox Guidelines: কী করণীয়, কাদের উপর নজরদারি, মাঙ্কিপক্স নিয়ে জারি হল নির্দেশিকা