মুম্বই: কাবিল-এ হৃতিক রোশনের অভিনয়ে উচ্ছ্বসিত কর্ণ জোহর। যেভাবে তিনি দৃষ্টিহীনের ভূমিকায় অভিনয় করেছেন তা কাবিল-এ তারিফ বলে মনে করেন তিনি। টুইটারে কর্ণ লিখেছেন
কর্ণের কথায়, একজন অভিনেতা কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আরও পরিণত করে তোলেন, তা হৃতিকের অভিনয়ে স্পষ্ট।