মুম্বই: তাঁর কাজ তাঁকে চ্যালেঞ্জ করে। উৎসাহ যোগায় আরও ভাল কাজ করতে। ছবি হিট করুক বা ফ্লপ- তাঁর আগ্রহে কোনও ছেদ পড়ে না। ‘কাবিল’ মুক্তির আগে এমনটাই বললেন হৃতিক রোশন।

হৃতিক বলেছেন, দুনিয়ার সেরা অভিনেতা হওয়ার ইচ্ছে নেই তাঁর। একের পর এক হিট দিয়ে প্রচুর রোজগার করাও তাঁর লক্ষ্য নয়। তিনি বলিউডে এসেছেন নিজের পারফরম্যান্স উপভোগ করতে। শুধু অভিনেতা হিসেবে নয়, বাবা হিসেবে, বন্ধু হিসেবে ও প্রকৃতির একজন অত্যন্ত নগণ্য অংশ হিসেবে।

হলি-বলির বহু সেলেব মনে করেন, স্টারডম থেকে সন্তানদের দূরে রাখলে স্বাধীনভাবে বেড়ে উঠবে তারা। কিন্তু তা মনে করেন না হৃতিক। বরং চান, তাঁর ছেলেরা যেন তাঁর খ্যাতির ভালমন্দ সব কিছু বিচার করে নিজেদের মত করে তা দেখে, তা থেকে যেন না মুখ ফেরায়।

হৃতিকের দুই ছেলে- ১০ বছরের রেহান ও ৮ বছরের হৃধান। তাঁর মতে, স্পটলাইটের তলায় থাকে বলে তাদের অস্বস্তিতে পড়ার কোনও কারণ নেই। এটা তো বাবার কাছ থেকে পাওয়া উপহার। এই স্টারডমের জন্য তাদের বাবা কঠোর পরিশ্রম করেছেন, তাই তাদের গর্বিত হওয়া উচিত। এত যে মানুষের মনযোগ পায় তারা, এটা যে ভালবাসারই প্রকাশ, তা তাদের বুঝতে হবে।