কলকাতা: মুক্তি পেল দেব (Dev) ও প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) অভিনীত আগামী ছবি ‘কাছের মানুষ’-এর (Kacher Manush) নতুন গান ‘টাকা লাগে’ (Taka Lage)। লোকগান ‘টাকা লাগে’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই গান এবার শোনা যাবে ‘কাছের মানুষ’ ছবিতে।
প্রকাশ্যে ‘টাকা লাগে’
‘কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে’... এই সত্য বোধ হয় আমরা সকলেই পদে পদে টের পাই। সেই কথাই আরও একবার মনে করিয়ে দিলেন ‘কাছের মানুষ’ ছবির সঙ্গীত পরিচালক নীলায়ন চট্টোপাধ্যায়। লোকগীতি ‘টাকা লাগে’ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি নতুন গান প্রকাশিত হল।
গানের বেশিটা জুড়েই দেব। তাঁর সমস্যা, চাকরি না পাওয়া, টাকা না থাকার চিন্তা, হতাশা ফুটে উঠেছে। গানটি গাওয়ানো হয়েছে দুই ভিক্ষুকের মুখে। গানটি গেয়েছেন শিশুশিল্পী প্রাঞ্জল বিশ্বাস। ব্যঙ্গাত্মক একটি সূক্ষ্ম উপাদান সঙ্গে রোজের সংগ্রাম সম্পর্কে কথা বলে এই গান। ঠিক যেন আমাদের মুখের সামনে আয়না ধরে এই গান।
আসছে ‘কাছের মানুষ’
গত মাসের শেষের দিকে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ইশা সাহা অভিনীত এই ছবি মুক্তি পাচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। ‘গোলন্দাজ’-এর পর একসঙ্গে কাজ দেব ও ইশার। পথিকৃৎ বসুর পরিচালনায়, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের প্রযোজনায় তৈরি এই ছবি। দেবের শেষ মুক্তি পাওয়া কিছু ছবির গ্রাফ বলছে সেগুলো বক্স অফিস কাঁপিয়েছিল। এখন পুজোর মরসুমে এই ছবি কেমন ব্যবসা করতে পারে এটাই দেখার।