Kajol: শাহরুখ এবং অজয়ের সাফল্যের মধ্যে পার্থক্য কোথায়? জানালেন কাজল

Bollywood Celebrity Updates: সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল শাহরুখ খান এবং অজয় দেবগনের সাফল্যের মধ্যে পার্থক্য করলেন। জানালেন, দুই তারকাই সফল হওয়ার পরেও তাঁদের মধ্যে পার্থক্যটা কোথায়।

Continues below advertisement

মুম্বই: বলিউডের পর্দার সফলতম জুটিদের মধ্যে অন্যতম শাহরুখ খান (Shah Rukh Khan) এবং কাজলের (Kajol) জুটি। দর্শকদের অত্যন্ত পছন্দের তাঁরা। বহু ছবিতে তাঁরা পর্দায় জুটি বেঁধেছেন। 'করণ অর্জুন', 'কভি খুশি কভি গম', 'কুছ কুছ হোতা হ্যায়', 'মাই নেম ইজ খান', 'দিলওয়ালে' এবং আরও অনেক ছবিতে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। অন্যদিকে, পর্দায় শাহরুখ খানের সঙ্গে তাঁর জুটি সফল হলেও বাস্তব জীবনে কাজল জুটি বেঁধেছেন অজয় দেবগনের (Ajay Devgn) সঙ্গে। তাঁদের পর্দার রসায়ন যতটা নজরকাড়া, তেমনই বাস্তবেরও। সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল শাহরুখ খান এবং অজয় দেবগনের সাফল্যের মধ্যে পার্থক্য করলেন। জানালেন, দুই তারকাই সফল হওয়ার পরেও তাঁদের মধ্যে পার্থক্যটা কোথায়।

Continues below advertisement

শাহরুখ খান এবং অজয় দেবগনের সাফল্যের মধ্যে পার্থক্য কোথায়?

এই মুহূর্তে আগামী ছবি 'সালাম ভেঙ্কি'র প্রচারে ব্যস্ত রয়েছেন বলিউড অভিনেত্রী কাজল। এই ছবিতে ছকভাঙা চরিত্রে অভিনয় করেছেন তিনি। আগামী ছবির প্রচারে এসে কাজল জানালেন শাহরুখ খান এবং অজয় দেবগনের সাফল্যের মধ্যে পার্থক্য় কোথায়। কাজল বলেন, 'শাহরুখ এমনই একজন, যাঁকে পর্দায় খুব কম সময়ের মধ্যেই দর্শকেরা চিনতে শুরু করেন। দর্শকদের প্রত্যাশা তার থেকে অনেক। আর দর্শকদের সেই প্রত্যাশা পূরণের যাবতীয় চেষ্টা করে ও। একবার মনে আছে, ওর জন্মদিনে আমি বলেছিলাম, তোমার তো জন্মদিন, আমি আসছি তোমার সঙ্গে দেখা করতে। ও বলে, এসো এসো। কিন্তু আজকের দিনটা তোমার আসার জন্য ততটা ভালো নয়। আমি জিজ্ঞাসা করি কেন? ও বলে, আমাকে তো বাইরে যেতে হবে। অনেক লোকের সঙ্গে দেখা করতে হবে। সাক্ষাৎকার দিতে হবে। তারপর আমার দিনটা শেষ হয়ে যাবে। আমার জন্মদিন আর আমার থাকবে না। আমাকে এই সমস্ত মানুষকে নিয়ে চলতে হয়। এটাই ও।'

আরও পড়ুন - Rhea Chakraborty: সুশান্তকে ভুলে নতুন সম্পর্কে জড়ালেন রিয়া চক্রবর্তী?

কাজল আরও বলেন, 'এটাই ওর সম্পর্কে সবথেকে সহজ উত্তর। কারণ, ও এটার জন্য অনেক পরিশ্রম করে। কিন্তু ওর সেই কঠোর পরিশ্রমটা দেখা যায় না। অন্যদিকে, অজয়ের পরিশ্রমটা দেখা যায়। ও ২৪ ঘণ্টা কাজ করে। ও জানে ও কি। অপরিবর্তিত।' এভাবেই কিং খান এবং অজয় দেবগনের সাফল্যের মধ্যে তফাত পেলেন কাজল।

প্রসঙ্গত, আগামীকাল অর্থাৎ ৯ ডিসেম্বর মুক্তি পাবে কাজলের ছবি 'সালাম ভেঙ্কি'।

Continues below advertisement
Sponsored Links by Taboola